Sunday, May 18, 2025

অর্ণব গ্রেফতার: কী বললেন শিবসেনার সঞ্জয় রাউত?

Date:

Share post:

রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, মহারাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। কাউকে হেনস্থা করা সরকারের উদ্দেশ্য নয়। পুলিশের কাছে যদি নির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে তারা তো ব্যবস্থা নেবেই। আইন সবার জন্য এক। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বে জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাউকেই প্রতিহিংসার বশে গ্রেফতার করা হয় না।

আরও পড়ুন : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী

আরও পড়ুন : ভিন্নধর্মে সম্পর্ক, প্রেমিকার দাদাকে গুলি করে মারল জনপ্রিয় ইউটিউবার প্রেমিক

এদিকে বিজেপি ঘনিষ্ঠ অর্ণবের গ্রেফতারির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ও স্মৃতি ইরানি। মহারাষ্ট্র সরকার জরুরি অবস্থার কালো দিন ফিরিয়ে আনতে চাইছে বলে তাঁদের অভিযোগ। অর্ণবের গ্রেফতারি সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত বলে মন্তব্য তাঁদের। যদিও যে মামলায় অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলাটিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অর্ণব সহ দুজনকে অভিযুক্ত করেছিলেন খোদ আত্মঘাতী ব্যক্তিই। অর্ণবদের বিরুদ্ধে ৫ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ২০১৮ সালে আত্মহত্যা করেন ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক। অর্ণবের সংস্থা রিপাবলিক টিভি চ্যানেলে ইন্টিরিয়র ডিজাইনিং এর কাজ করলেও তাঁর টাকা মেটানো হয়নি বলে অভিযোগ এনেছিলেন অনভয়। এরপর তিনি ও তাঁর মা আত্মহত্যা করেন এবং তার আগে তাঁদের পরিণতির জন্য অর্ণব সহ তিনজনকে দায়ী করে যান। যে সময়ে এই ঘটনা ঘটেছিল তখন মহারাষ্ট্রে ছিল দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি সরকার। বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় আলিবাগ থানার পুলিশ অর্ণবের বিরুদ্ধে ঠিকঠাক তদন্ত চালায়নি বলে মৃতদের পরিবারের অভিযোগ। সুবিচারের দাবিতে এই বছর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে দেখা করেন আত্মঘাতী অনভয় নায়েকের কন্যা। সেই মামলার সূত্রেই এবার গ্রেফতার অর্ণব গোস্বামী।

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...