মার্কিনমুলুকে ভোট: ট্রাম্প জয়ী ১৪টি রাজ্যে, বিডেন ১৩টি

করোনা আবহের মধ্যেই নির্বাচন হয়েছে আমেরিকায়। আর মার্কিন মুলুকে ভোট মানেই সেদিকে নজর গোটা বিশ্বের। শুরু হয়েছে গণনা। সকাল থেকেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করে দিয়েছে। যেখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জয়ী হয়েছেন ১৪টি রাজ্যে। অন্যদিকে ট্রাম্পের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিডেন জিতেছেন ১৩টি রাজ্যে।

আরও পড়ুন: বিজেপি কর্মী মদনের দ্বিতীয় ময়নাতদন্তের সাক্ষী থাকতে পারবেন পরিবারের লোকেরাও

শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্ডিয়ানা,আরকানাস, টেনেসি, পশ্চিম ভার্জিনিয়া, ওকলোহোমা, কেন্টাকি, দক্ষিণ ডাকোটা এবং উত্তর ডাকোটাতে জয়ী বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী বিডেনের ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যসাচুসেটস ভার্জিনিয়া, ভেরমোন্ট ও মারিল্যান্ড ও কলোরাডো।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleBreaking: রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে বাড়ি থেকে আটক করল মুম্বই পুলিশ