ওবামার রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয়ের দরজায় দাঁড়িয়ে বাইডেন

এখনও চূড়ান্ত হয়নি গণনা৷ হোয়াইট হাউসের বাসিন্দা হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট৷ কারন, ইলেক্টোরাল কলেজে বা মোট নির্বাচকমণ্ডলীর মোট ভোটের সংখ্যা ৫৩৮টি৷ দেশের ৪৬তম প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট৷ তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট ঝুলিতে নিয়ে৷ গোটা দুনিয়া মোটামুটি নিশ্চিত, বাইডেনের ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হওয়া স্রেফ সময়ের অপেক্ষা৷

শুধু ইলেক্টোরাল কলেজ ভোট নয়, পপুলার ভোটেও ট্রাম্পের থেকে অনেক এগিয়ে বাইডেন৷
অবশ্য এর থেকেও বড় কাণ্ড নীরবে ঘটিয়ে দিয়েছেন বাইডেন৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনা ঐতিহাসিক এবং নজিরবিহীন ৷ আপাতত প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এক ঐতিহাসিক সংখ্যা বা জন সমর্থন নিয়ে হোয়াইট হাউসের দিকে এগিয়ে চলেছেন জো বাইডেন। বিগত কোনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এত বড় সংখ্যার ফারাকে জয় দেখা যায়নি, যে জয় পেতে চলেছেন বাইডেন৷

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ইতিমধ্যেই বিগত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙে দিয়েছেন ৷ তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ কথা বলা ঠিক নয়৷ কারন, গণনা চলছে। হোয়াইট হাউসের দিকে এখনও তাকিয়ে গোটা দুনিয়া৷ ২০০৮ সালের প্রেসিডেন্ট ভোটে বারাক ওবামা পেয়েছিলেন ৬৯,৪৯৮,৫১৬টি পপুলার ভোট। এই সময় পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ। চূড়ান্ত ফলপ্রকাশের আগেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন জো বাইডেন। সর্বশেষ প্রাপ্ত গণনার ফলাফলে জানা যাচ্ছে, ৭০.৭ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি ৭ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন বাইডেন। মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিও ইতিমধ্যেই জানিয়েছে এই সংখ্যাই নতুন রেকর্ড এবং নতুন ইতিহাস তৈরি করেছে। ওদিকে, ডোনাল্ড ট্রাম্পের কোটের পকেটে এখনও পর্যন্ত ঢুকেছে ৬,৮৬,৩৭, ০৭০টি পপুলার ভোট৷

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট বা ‘পপুলার ভোট’ বেশি পাওয়া জরুরি নয়৷ ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া যায়৷ ২০১৬-র নির্বাচনে ‘পপুলার ভোট’ অনেক বেশি পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন৷ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েই হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ওদিকে, আগেই এক টুইট বার্তায় জো বাইডেন জানিয়েছেন, ডেমোক্র্যাটদের মুকুটে জয়ের পালক শোভা পেতে আর বেশি সময় লাগবেনা৷ এদিকে, যখন জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে আছেন ডেমোক্র্যাট বাইডেন, তখনই দফায় দফায় কোর্টে যাওয়ার হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প৷ অভিযোগের ধরনের সঙ্গে ভারতীয়রা অসম্ভব পরিচিত৷ ট্রাম্প বলেছেন, গণনায় ঢালাও কারচুপি হয়েছে৷ গণনা বন্ধ হওয়া দরকার৷ এই ইস্যুতেই তিনি মার্কিন শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়বেন বলে জানিয়েছেন৷ ট্রাম্প পিছিয়ে পড়তেই আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভ আরও ধ্বংসাত্মক চেহারা নিতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন-জনতা৷

আরও পড়ুন- শাহর বঙ্গ সফরের দিনই কয়লা মাফিয়া লালার বাড়ি-অফিসে CBI তল্লাশি

Previous articleশাহর বঙ্গ সফরের দিনই কয়লা মাফিয়া লালার বাড়ি-অফিসে CBI তল্লাশি
Next articleযেমন কথা তেমন কাজ! ভাইরাল “চা কাকু”র সঙ্গে দেখা করলেন মিমি