মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ভোট দূরে বাইডেন, পিছিয়ে পড়ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ইলেক্টোরাল কলেজ ভোট দূরে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন৷ পপুলার ভোটেও প্রায় ৩৪ লক্ষ ভোটে এগিয়ে বাইডেন৷ ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট৷

হঠাৎ অনেকটাই পিছিয়ে গিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ফের মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের দরকার আর ৫৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের আপাতত পরিস্থিতি-

🔶 জো বাইডেন
◾ডেমোক্র্যাটিক পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ২৬৪
◾ভোট % – ৫০.৪%
◾পপুলার ভোট – ৭,২১,০২,৫৮৫

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট৷

🔶ডোনাল্ড ট্রাম্প
◾রিপাবলিকান পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ২১৪
◾ভোট % – ৪৮%
◾পপুলার ভোট – ৬,৮৬,৩৭,০৭০

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের দরকার আর ৫৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷

_______

🔶 হো হকিন্স
◾গ্রিণ পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ০
◾ভোট % – ০.২%
◾পপুলার ভোট – ৩,২৮,০৩৬

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে হো হকিন্সের দরকার ২৭০ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷
________

অন্যান্য প্রার্থীরা
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ০
◾ভোট % – ০.৩%
◾পপুলার ভোট – ৩,৬২,৭০২
_________

◾ইলেক্টোরাল কলেজে বা মোট নির্বাচকমণ্ডলী-র মোট ভোটের সংখ্যা ৫৩৮ এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।

Previous articleদুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো, জানাল কলকাতা হাইকোর্ট
Next articleঅধীরের নিশানায় শাহ, বললেন ভোট এসেছে, তাই দরদ উথলে পড়ছে