Thursday, August 21, 2025

দেশের ৬ বিমানবন্দর গেল মোদি ঘনিষ্ঠ আদানিদের হাতে

Date:

Share post:

এবার দেশের ছটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বর্তাচ্ছে মোদি ঘনিষ্ঠ আদানি শিল্পগোষ্ঠীর হাতে। এই বিষয়ে সরকারি স্তরে চুক্তি হয়েছিল ছ’মাস আগেই। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে হস্তান্তর পর্ব তিন মাস পিছিয়ে যায়। শেষ পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মেঙ্গালুরু ও লখনউ বিমানবন্দর পরিচালনার ভার আদানিদের হাতে তুলে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)। আগামী ১১ নভেম্বর তুলে দেওয়া হবে আমেদাবাদ বিমানবন্দর।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে মেঙ্গালুরু, লখনউ, আমেদাবাদ, জয়পুর, তিরুবনন্তপুরম ও গুয়াহাটি বিমানবন্দরকে ৫০ বছরের জন্য লিজের প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালে। গত বছরের ১৪ ফেব্রুয়ারি বরাতের প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং ছ’টি বিমানবন্দরেই বরাত পায় আদানি গোষ্ঠী। শিল্পমহলকে কার্যত চমকে দিয়ে ছ’টি বিমানবন্দরের জন্যই বিপুল অঙ্কের দরপত্র দিয়েছিল আদানিরা। সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয় এই বছরের ১৪ ফেব্রুয়ারি। তারপর ছ’মাস সময় নির্দিষ্ট ছিল চূড়ান্ত হস্তান্তরের জন্য। কিন্তু কোভিডের জন্য তিন মাস অতিরিক্ত সময় দেওয়া হয় আদানি গ্রুপকে। মেঙ্গালুরুর পর হস্তান্তর হয়েছে লখনউ বিমানবন্দর। আমেদাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে ১১ নভেম্বর।

আরও পড়ুন:ফের চিনা দ্রব্য বয়কটের ডাক, মধ্যপ্রদেশে বিদেশি বাজি নিষিদ্ধ সরকারের

ব্যাঙ্ক, বিমা, বিমান পরিবহণের মতো সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণের বিরুদ্ধে বারবার সরব বিরোধীরা। আবার মোদি সরকারের সঙ্গে আদানি-অাম্বানিদের বিশেষ ‘সখ্য’ নিয়েও বহু বিতর্ক। বিমানবন্দর লিজ দেওয়ার জন্য টেন্ডার ঘোষণার পরে সেই আক্রমণ আরও বাড়ে। দরপত্রে অংশ নেওয়ার পর থেকেই বিরোধী দলগুলি অভিযোগ তুলছিল, আদানি গ্রুপের হাতে দেওয়ার জন্যই বিমানবন্দরের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সেইসব বিতর্ক অগ্রাহ্য করেই শেষ পর্যন্ত ভারতীয় বিমান পরিবহণ পরিষেবার ক্ষেত্রে যাত্রা শুরু করল গুজরাটের গৌতম আদানির সংস্থা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...