গরুকাণ্ডে এনামুল গ্রেফতার দিল্লিতে, কয়লাকাণ্ডে গুরুপদ জালে পুরুলিয়ায়

গরু পাচার চক্রে গ্রেফতার এনামুল হক। দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নিয়ে আসা হবে কলকাতায়।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার যুবক

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় এই গরু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে শেক্সপিয়ার সরণিতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। মাস খানেক আগে এনামুলের বাড়িতেও তল্লাশি হয়। তারপরেই এই অপারেশন। সিবিআইয়ের দল দিল্লি যাচ্ছে এনামুলকে নিয়ে আসার জন্য। আগামিকাল সম্ভবত তাকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।

অন্যদিকে কয়লা পাচার চক্রে এদিন পুরুলিয়ার নিতুরিয়ার ভামুরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে গুরুপদ মাঝিকে। সঙ্গে আরও দুজনকে। সিআরপিএফ ও ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে পুরুলিয়া, ডিসেরগড়, আসানসোল জুড়ে। এখনও গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝিকে।