Monday, May 5, 2025

দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলা জলকষ্ট আজই মিটে যেতে পারে। সব কিছু ঠিকঠাক চললে সন্ধ্যার আগেই দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ শেষ হবে আর তার পরেই স্বাভাবিক পানীয় জল সরবরাহ শুরু করা যাবে বলে মনে করছে জেলা প্রশাসন। রাজ্যের তরফেও একই আশ্বাস দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন জানিয়েছে, দুপুরের মধ্যে দুর্গাপুর ব্যারেজ মেরামতের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা থেকে জল সরবরাহও স্বাভাবিক হয়ে যাবে। ইঞ্জিনিয়ারদের কথা অনুযায়ী, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজে জল আসতে প্রায় ৭-৮ ঘণ্টা সময় লাগে। ব্যারেজ মেরামতির কাজ শেষ হলেই ডিভিসি কর্তৃপক্ষকে জল ছাড়ার কথা জানিয়ে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- অমিতের “গোপন” বৈঠক ফেসবুক লাইভ করে ধমক খেলেন সৌমিত্রর স্ত্রী! ডিলিট করলেন ভিডিও
বিপর্যয়ের পাঁচ দিন পর বুধবার দুপুর থেকে পূরোদমে দুর্গাপুর ব্যারাজের ভাঙা ৩১ নং লকগেট মেরামতির কাজ শুরু হয়। সেচ দফতরের নির্দিষ্ট নকশাকে সামনে রেখে ডিএসপি’র কারিগরি সাহায্যে শুরু হয় মেরামতি। কিন্তু ‘গ্রাউন্ড জিরো’তে পরিস্থিতি অনুযায়ী বদল হতে থাকে মেরামতির নকশা। বিপর্যস্ত ৩১ নম্বর লক গটকে পুরো সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেচ দফতর।পানীয় জল সরবরাহ করার প্রয়োজনে জলাধারে ৪ হাজার ৯৯৭ একর ফিট জল প্রয়োজন। জলাধারে ২১১.৫ ফিট জল দাঁড়ালেই সেই জল ক্যানেলে ঢুকবে।
সেই জল ক্যানেলে গেলে তা পাম্প করে পরিস্রুত করার পরই মিলবে পানীয় জল।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version