সিল করুন সীমান্ত, বিএসএফ কর্তাদের কড়া নির্দেশ অমিত শাহর

সিল করুন পশ্চিমবঙ্গের সীমান্ত। একজনও যেন অনুপ্রবেশ করতে না পারে। শুক্রবার সকালে দলীয় কর্মসূচি শুরু করার আগে একান্ত বৈঠকে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার সকালে বিএসএফ কর্তাদের বৈঠকে ডাকেন অমিত শাহ। গতকাল একইভাবে বৈঠক করেছিলেন সিআরপিএফ কর্তাদের সঙ্গে। সাফ জানিয়েছিলেন, রাজ্য পূর্বের প্রবেশ দ্বার। ফলে আরও সতর্কতা বাড়াতে হবে।

আরও পড়ুন:করোনার মধ্যেই বিরল গোত্রের সোয়াইন ফ্লু, খোঁজ মিলেছে কানাডায়

অমিত শাহ আজকের বৈঠকে বিএসএফ কর্তাদের সাফ বলেন, সীমান্তে পাচার বন্ধ করতে হবে। অনুপ্রবেশ বন্ধ করতে হবে। কোনও সরকারি আধিকারিক বেআইনি কাজে সাহায্য করলে কড়া শাস্তি। দলমত নির্বিশেষ সীমান্তে কোনওরকম বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান তারই প্রথম পদক্ষেপ, মনে করছে ওয়াকিবহাল মহল।

Previous articleকরোনার মধ্যেই বিরল গোত্রের সোয়াইন ফ্লু, খোঁজ মিলেছে কানাডায়
Next articleযত্ত সব ভুলভাল! ট্রাম্পের বক্তব্যের মাঝপথেই সম্প্রচার বন্ধ করল একাধিক চ্যানেল