কারচুপির অভিযোগে ট্রাম্পের মামলা খারিজ, জয়ী হতে বাইডেনের দরকার আর ১ রাজ্য

ভোটে কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের রুজু করা মামলা খারিজ করেছে দুই রাজ্যের আদালত। তবুও নিজের দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, “উচ্চ আদালতে ফের মামলা হবে”৷ তাঁর আইনজীবীদের দাবি , ‘‘আমরাই জিতব। এই মামলায় লড়াই হবে। কারণ আমাদের কাছে অজস্র প্রমাণ রয়েছে৷ এ ভাবে ভোটচুরি হতে দিতে পারি না।’’ ডোনাল্ড ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পর বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁর সমর্থকরা৷

ওদিকে আনুষ্ঠানিক জয়ের খুব কাছে ডেমোক্র্যাট জো বাইডেন৷ দরকার আর ১ রাজ্য৷ জর্জিয়া, পেনসিলভানিয়াতে জিতে গিয়েছেন বাইডেন৷ জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা৷ ফের হোয়াইট হাউস যেতে হলে ট্রাম্পকে জিততে হবে বাকি ৪ রাজ্যেই৷

এদিকে, তামিলনাড়ুর থিরুভারুর জেলায় কমলা হ্যারিসের পৈতৃক গ্রামে তাঁর জয়ের জন্য প্রার্থনা চলছে৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস৷

জয়ের কাছাকাছি পৌঁছতেই একটি নতুন ওয়েবসাইট খুলে ফেলেছেন বাইডেন৷ রিপাব্লিকানদের হাত থেকে হোয়াইট হাউস কেড়ে নিয়ে ডেমোক্র্যাটরা কী ভাবে দেশে বদল আনবেন,এই ওয়েবসাইটে সেই সংক্রান্ত পরামর্শ দিতে পারবেন মার্কিন নাগরিকরা৷ দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে কাজে নেমে পড়তে পারে জো বাইডেন- কমলা হ্যারিসের প্রশাসন, সেই লক্ষ্যেই এই ওয়েবসাইট৷ buildbackbetter.com, এটাই ওয়েবসাইটের নাম৷

জয়ের মুখে দাঁড়িয়ে জো বাইডেন বলেছেন, ‘‘বৃহস্পতিবার আরও একবার প্রমাণ হয়ে গেল যে , গণতন্ত্রই এ দেশের হৃদস্পন্দন, গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন ৷ গণনায় এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার যথেষ্ট পরিমাণেই পেতে চলেছি আমরা। জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একথা বলতে চাই যে গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’’

 

Previous articleশেষ মুহূর্তে হুগলি জেলা কমিটি ঘোষণা স্থগিত রাখল তৃণমূল নেতৃত্ব
Next articleবাংলা সাধকের ভূমি, এখানে তোষণের রাজনীতি উচিত নয়: দক্ষিণেশ্বরে মন্তব্য অমিতের