Friday, May 16, 2025

দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ৷ আমেরিকা ইদানিং অসংখ্য শত্রু বাড়িয়েছে৷ ফলে মার্কিন প্রেসিডেন্টের প্রাণের ঝুঁকিও বেশি৷ ২৪ ঘন্টা থাকতে হয় বিশ্বের আধুনিকতম নিরাপত্তাবেষ্টনীতে৷ মার্কিন প্রশাসনে পরিবর্তন হয়ে ডেমোক্র্যাট বাইডেন আসুন বা প্রত্যাবর্তন ঘটুক ট্রাম্পের, আমেরিকার রাষ্ট্রপতির রোজগার কত ? অর্থের বাইরে আর কী সুবিধা পান, তা অনেকেরই অজানা৷

🔶 মাইনে কত ?

মার্কিন প্রেসিডেন্টের বেতন বছরে ৪ লক্ষ মার্কিন ডলার৷ এই বেতন করযোগ্য৷ এ ছাড়া বিনোদন ভাতা পান ১৯ হাজার ডলার, অন্যান্য খাতে খরচ বাবদ বছরে ৫০ হাজার ডলার৷ রাষ্ট্রপতির বরাদ্দ বছরে কর-মুক্ত à§§ লক্ষ ডলারের ভ্রমণ ভাতা৷ অবসর গ্রহণের পর বছরে ২ লক্ষ মার্কিন ডলার বার্ষিক পেনশন পান প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর মৃত্যুর পর স্ত্রী বার্ষিক à§§ লক্ষ ডলার ‘বিধবা ভাতা’ হিসেবে পান৷

মাইনে কত ?

🔶 থাকেন কোথায় ?

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস।এই হোয়াইট হাউস à§«à§« হাজার বর্গফুটের উপর তৈরি ছ’তলা একটি ভবন৷ এখানে মাত্র ১৩২টি ঘর, ৩৫টি টয়লেট এবং ২৮টি ফায়ারপ্লেস আছে৷ এ ছাড়াও আছে বেশ কয়েকটি বোলিং অ্যালি, সিনেমা হল, জগিং ট্র্যাক, সুইমিং পুল। হোয়াইট হাউসে কর্মরত সহায়কের সংখ্যা দ্বিশতাধিক৷

🔶 ক্যাম্প ডেভিড

মার্কিন প্রেসিডেন্টের পার্বত্য আবাস এই ‘ক্যাম্প ডেভিড’à§· অপূর্ব নৈসর্গিক দৃশ্য এখানে নজরে আসে৷ মেরিল্যান্ড পর্বতে ১২৮ একর জায়গার উপর তৈরি এই ভবন।রুজভেল্ট থেকে শুরু করে প্রায় সব প্রেসিডেন্টই এখানে থেকেছেন।

ক্যাম্প ডেভিড

🔶 ব্লেয়ার হাউস

মার্কিন প্রেসিডেন্টের সরকারি গেস্ট হাউস এই ব্লেয়ার হাউস৷ হোয়াইট হাউসের চেয়েও প্রকাণ্ড, আয়তন ৭০ হাজার বর্গফুট।

ব্লেয়ার হাউস

🔶 প্রেসিডেন্টের বিমান

মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ব্যক্তিগত এয়ারক্র্যাফ্ট ‘এয়ার ফোর্স ওয়ান’à§· এই বিমানের
ইলেকট্রনিক ব্যবস্থা
ইলেকট্রোম্যাগনেটিক পাল্‌স থেকে সুরক্ষিত রাখতে পারে। যে কোনও ধরনের আক্রমণ রুখতে সক্ষম এই যান বিশেষ ভাবে তৈরি হয়েছে৷ মাঝ- আকাশে জ্বালানি ফুরিয়ে গেলেও সমস্যা নেই, ফের জ্বালানি ভরে নেওয়া যায়।

প্রেসিডেন্টের বিমান

🔶 প্রেসিডেন্টের চপার

প্রেসিডেন্টের সরকারি চপার-এর নাম ‘মেরিন ওয়ান’à§· ইঞ্জিন বিকল হলেও কিছুক্ষণ ১৫০ মাইল গতিতে ওড়ার ক্ষমতা রাখে এই হেলিকপ্টার। আক্রমণ প্রতিহত করার যাবতীয় ব্যবস্থা রয়েছে এতে।

প্রেসিডেন্টের চপার

🔶 প্রেসিডেন্টের গাড়ি

প্রেসিডেন্ট প্রধানত যে লিমুজিনটি চড়ে ঘুরে বেড়ান,তার নাম ‘দ্য বিস্ট’à§·
বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। গোলাগুলি, রাসায়নিক আক্রমণ ঠেকাতে সক্ষম ‘দ্য বিস্ট’। পাঁচস্তরের কাঁচ এবং পলিকার্বোনেটের জানলা। অক্সিজেন জোগানো, আগুন মোকাবিলার ব্যবস্থা ছাড়াও এই গাড়িতেই আছে ব্লাড ব্যাঙ্ক।

প্রেসিডেন্টের গাড়ি

🔶 সিক্রেট সার্ভিস

মার্কিন প্রেসিডেন্ট প্রতি সেকেণ্ডে নিরাপত্তা পান৷
২৪ ঘণ্টার নিরাপত্তা বাহিনী এই ‘সিক্রেট সার্ভিস’à§· প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সুরক্ষার কাজে নিযুক্ত এই বাহিনী।

সিক্রেট সার্ভিস

আরও পড়ুন- তপশিলি-রাজনীতি, ছবি তোলাতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: কটাক্ষ অভিষেকের

Related articles

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...
Exit mobile version