ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয়। শুক্রবার সল্টলেকে দলীয় বৈঠক থেকে কড়া বার্তা অমিত শাহর।
দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত বলেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয়। এতে দলের ভোট বাড়বে না। দলীয় নীতির সালোচনা করতে হবে। পাল্টা সেই বিষয়ে বিজেপির নীতি কী, সেটাও পরিষ্কার করতে হবে। অমিতের বক্তব্যে একটা বিষয় রাজনৈতিক মহলের কাছে পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করায় বিজেপির লাভের চাইতে ক্ষতিই বেশি হচ্ছে। তাই মমতা নয়, আক্রমণ এবার তৃণমূলকে, দল ও সরকারের নীতিকে।
আরও পড়ুন:কী বললেন অমিত শাহ, একনজরে দেখে নিন
নিশ্চিতভাবে বিজেপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেখার বিষয় রাজ্য বিজেপির নেতারা কতখানি সেই নির্দেশ মানেন।