Friday, August 22, 2025

গোদের ওপর বিষফোঁড়া, ফের ব্যারেজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে ফাটল

Date:

Share post:

দুর্গাপুর ব্যারেজে বিপর্যয়ের পর পেরিয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ। দ্রুত সময় পেরোচ্ছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি দুর্গাপুরে। এরই মধ্যে দেখা দিয়েছে নতুন সমস্যা। ৩০ নম্বর ও সদ্য মেরামত করা ৩১ নম্বর লকগেটে ফাটল দেখা দিয়েছে। যার কারণে বেড়েছে জলসমস্যা। প্রায় এক সপ্তাহ ধরে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে প্রশাসন। শনিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে কার্যত বিপর্যস্ত প্রশাসন। যদিও, দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন : ফের লকগেট ভেঙে বিপর্যস্ত দুর্গাপুর ব্যারাজ, জলসঙ্কটের আশঙ্কা

জানা গেছে, বিপর্যয়ের সময় দামোদরের জল শুকোতে লকগেট খোলা হয়েছিল। কিন্তু, সেই গেট জায়গামত না বসার ফলেই ফাটল ধরে। লকগেটের একদম নিচে পুরু রবারের বেল্ট নষ্ট হয়ে যাওয়ার জন্যেই ৩০ ও ৩১ নম্বর গেট দিয়ে জল বেরচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে ফের ফাটল ধরে ব্যারেজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে। শনিবার রাতে তা প্রকাশ্যে আসার পর থেকে ফাটল ধরা অংশে পাট ও বালি দিয়ে ভরাট করার চেষ্টা চালিয়েছে সেচ দপ্তরের কর্মীরা।

একে প্রায় এক সপ্তাহ জল নেই। তারওপর নতুন করে লকগেটে ফাটল ধরার খবর পেয়ে, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরের একাধিক জায়গায়, বেক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। দ্রুত পানীয় জল সরবারহের দাবিতে রাস্তা অবরোধ করেন নিউটাউনশিপ থানার বিধাননগর হাউসিং এলাকার বাসিন্দারা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহা। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা দেবাশিস রায়ও। তিনিও অবরোধে শামিল হন। শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে বচসা। বিজেপি নেতার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় কাউন্সিলরের। পরে অবশ্য এলাকা ছেড়ে চলেও যান ওই বিজেপি নেতা। প্রায় ৪৫ মিনিট পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।

আরও পড়ুন : দুর্গাপুর শিল্পাঞ্চলে জলকষ্ট আজই মিটে যেতে পারে

এদিকে সিটি সেন্টারের নন-কোম্পানি এলাকায় দুর্গাপুর নগর নিগমের ওভারহেড ট্যাঙ্কের সামনে স্থানীয়রা জল সরবারহের দাবিতে বিক্ষোভ শুরু হয়। যদিও পরে পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।

নতুন করে লকগেট ভাঙা প্রসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের দামোদর হেড ওয়ার্কসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং বলেন, “সামান্য ফাটল হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দ্রুত মেরামতির কাজ চলছে।”

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...