দলবিরোধী ও অসামাজিক কাজের অভিযোগ, শাস্তি সত্যরঞ্জনকে

দলবিরোধী ও অসামাজিক কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত সত্যরঞ্জন শীল। হুগলির এই নেতা এলাকায় সোনা নামে পরিচিত।

শাসকদলের কাছে অনেকদিন ধরে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করে অনেকবার এই অনৈতিক কাজ বন্ধ করার জন্যে সাবধান করেছিলের তৃণমূল নেতৃত্ব। কিন্তু তিনি নিজেকে কোনো ভাবে পরিবর্তন করেননি বলে অভিযোগ। উল্টে আরো বেআইনি কাজের সাথে নিজেকে যুক্ত করেন।

ব্যক্তিগত স্বার্থের জন্যে পার্টিকে ব্যবহার করেছেন। সব রকম অভ্যন্তরীণ তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দলবিরোধী কার্যকলাপ এবং অর্থনৈতিক অনিয়ম এর সাথে যুক্ত থাকার জন্যে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সত্যরঞ্জন শীলকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে।

পার্টির সকল নেতৃত্ব এবং সহকর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন  সত্যরঞ্জন শীলের সঙ্গে রাজনৈতিক ভাবে কোনো রকম যোগাযোগ না রাখেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সত্যরঞ্জন শীল।

আরও পড়ুন-বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন হবে না! প্রতিক্রিয়া অধীরের