Wednesday, November 12, 2025

আমেরিকায় করোনা মোকাবিলাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট

Date:

আমেরিকায় করোনা মহামারি পরিস্থিতির মোকাবিলা করাই যে তাঁর প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, তা জানিয়ে দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা এখনও বাকি থাকলেও ভোট গণনার ইঙ্গিত থেকে স্পষ্ট, এবার মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমেরিকার ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে চলেছেন। ৭৭ বছর বয়সী বাইডেন এর আগে বারাক ওবামার প্রশাসনে পরপর দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : ‘এক হয়ে দেশের সমস্যার মোকাবিলা করতে হবে’,জয়ের আগেই যেন ‘প্রেসিডেন্ট’ বাইডেন

আরও পড়ুন : জয়ের দোরগোড়ায় থাকায় নিরাপত্তা বাড়ানো হল বাইডেনের

আমেরিকাবাসীর উদ্দেশে দেওয়া মধ্যরাতের বক্তৃতায় বাইডেন বলেন, আমি মনে করি ভোটে জিততে চললেও আমাদের আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। তবে একইসঙ্গে জানিয়ে দিতে চাই, আগামীদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলাই হবে প্রশাসনের সর্বোচ্চ লক্ষ্য। এই কাজে কোনওরকম শিথিলতা নয়। ইতিমধ্যেই দেশে ২ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের তো জীবন ফেরাতে পারব না, কিন্তু আগামী মাসগুলোতে যাতে মানুষের জীবন না যায় সেটাই দেখতে হবে। বাইডেন বলেন, ইতিমধ্যেই আমি ও কমলা হ্যারিস দুজনেই করোনা মোকাবিলার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে শুরু করে দিয়েছি। ভাবী রাষ্ট্রপতির কথায়, আমি বিভাজনে বিশ্বাসী নই, এক জাতি হিসাবে গোটা আমেরিকার প্রতিনিধিত্ব করব। ভোটের সময় পারস্পরিক যা যা ক্ষোভ, বিক্ষোভ, রাগ ছিল, সেসব পিছনে ফেলে এখন ঐক্যবদ্ধ ও একাত্ম হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version