Sunday, December 21, 2025

‘ডেমোক্র্যাটিক’ সাদা বাড়ি, বাইডেনই রাষ্ট্রপতি, ঘোষণা ‘ডিসিশন ডেস্ক-এর’

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট জো বাইডেন৷ ঘোষণা করেছে মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করল ‘ ‘ডিসিশন ডেস্ক’, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের খ্যাতি বিশ্বজুড়ে সুবিদিত৷

এই ‘ডিসিশন ডেস্ক’ সংগৃহীত যাবতীয় তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, বাইডেনই আমেরিকার আগামী প্রেসিডেন্ট। সংস্থার পূর্বাভাস, পেনসিলভেনিয়াতে ২০টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেছে বাইডেন। ডিসিশন ডেস্ক’-এর ব্যাখ্যা,এখনই নিশ্চিত বলা যাচ্ছে, পেনসিলভেনিয়ায় প্রাপ্ত ভোট ধরলে মোট ইলেক্টোরাল ভোটের ২৭৩টি ভোট পেয়ে গিয়েছেন ডেমোক্র্যাট বাইডেন। জর্জিয়া-য় বাইডেন দুরন্ত ফল করার পর পেনসিলভেনিয়াতেও ট্রাম্পকে টপকে গিয়েছেন বাইডেন৷ সেই কারনেই বাইডেনকে জয়ী ঘোষণা করেছে ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স। তাদের বিশ্লেষণ অনুযায়ী, গণনা শেষ হয়নি এমন রাজ্যগুলি বাদ দিয়েই শক্ত জায়গায় আছেন বাইডেন৷ এর সঙ্গে যুক্ত হয়েছে পেনসিলভেনিয়ার ২০টি আসন। ফলে সহজেই তিনি ২৭০-এর ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে যাবেন বাইডেন।

এদিকে,পেনসিলভেনিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে এখনও ভোট গণনা শেষ হয়নি। নর্থ ক্যারোলিনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাডায় ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। একমাত্র নর্থ ক্যারোলিনা-তেই পিছিয়ে আছেন বাইডেন। পেনসিলভেনিয়ায় নিরঙ্কুশ জয় পেলে প্রেসিডেন্ট হতে বাইডেনকে অন্য রাজ্যের ফলের জন্য অপেক্ষা করতে হবে না। ওইসব রাজ্য থেকে যে ভোট আসবে, তা বাড়তি হিসেবে যোগ হবে বাইডেনের প্রাপ্ত ভোটে৷

ওদিকে, রিপাবলিকানরা বেশ কয়েকটি রাজ্যের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হলেও একাধিক মামলা খারিজ হয়েছে। ক্ষিপ্ত হয়ে বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। দেশ জুড়ে ট্রাম্প সমর্থককারীদের একই স্লোগান, ‘স্টপ দ্য কাউন্টিং-স্টপ দ্য স্টিল’। অনেক গণনাকেন্দ্রে ঢুকে পড়ে গণনা বন্ধ করারও চেষ্টা করছে ট্রাম্প অনুগামীরা। তাদের হাতে দেখা যাচ্ছে, ‘উই ডোন্ট ওয়ান্ট বাইডেন, উই ওনলি ওয়ান্ট রিভেঞ্জ’ লেখা পোস্টার৷ একই সঙ্গে চলছে পথ অবরোধ, দোকান ভাঙচুরও৷ তবে অনেক জায়গায় রিপাবলিকানদের মোকাবিলায় পথে নেমেছেন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকেরাও।

আরও পড়ুন-যত্ত সব ভুলভাল! ট্রাম্পের বক্তব্যের মাঝপথেই সম্প্রচার বন্ধ করল একাধিক চ্যানেল

spot_img

Related articles

ছ’মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া! বড় ধাক্কা যাত্রীদের

ছ'মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে...

ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা: রুখে দিল পুলিশ, গ্রেফতার ৭

ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির...

টি২০ বিশ্বকাপই শেষ সুযোগ সূর্যের কাছে! কেন বাদ পড়লেন গিল?

টি২০ বিশ্বকাপের (T20 World cup) দল নির্বাচনে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণ করতে না পারায়...

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন...