Friday, December 19, 2025

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Date:

Share post:

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই ঘটনায় জড়িত মেহেদী হাসানকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদীর আরেক সঙ্গী, জাবেদ মোল্লা (৩০) পলাতক।

শনিবার উপজেলার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি

অভিযোগ, প্রায় এক মাস আগে ওই কিশোরীর সঙ্গে আলাপ হয় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাসিন্দা মেহেদী হাসানের। সেই সূত্রে আরেক অভিযুক্ত জাবেদ মোল্লার সঙ্গেও পরিচয় হয়। মেহেদীর সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সুযোগেই, অভিযুক্ত তাকে ৫ নভেম্বর রাতে দেখা করতে বলে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর রাতে ওই কিশোরীকে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় ধর্ষণ করে মেহেদী। আরও অভিযোগ, ৬ নভেম্বর ফের দুই অভিযুক্ত মিলে কিশোরীর ওপর শারীরিক অত্যাচার করে। ঘটনাস্থল, বন্দর থানার নবীগঞ্জ পঁচার মাজারের পাশের একটি বাগান।

ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। বাড়ি ফিরলে, তাকে দেখে পরিবারের সন্দেহ হয়। পুরো ঘটনা জানান পর পুলিশে অভিযোগ জানায় তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মেহেদী হাসানকে। ধৃত মেহেদী, ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আসমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

বন্দর থানা পুলিশের ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে যাবতীয় পরীক্ষার জন্য।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...