Thursday, November 6, 2025

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Date:

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই ঘটনায় জড়িত মেহেদী হাসানকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদীর আরেক সঙ্গী, জাবেদ মোল্লা (৩০) পলাতক।

শনিবার উপজেলার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি

অভিযোগ, প্রায় এক মাস আগে ওই কিশোরীর সঙ্গে আলাপ হয় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাসিন্দা মেহেদী হাসানের। সেই সূত্রে আরেক অভিযুক্ত জাবেদ মোল্লার সঙ্গেও পরিচয় হয়। মেহেদীর সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সুযোগেই, অভিযুক্ত তাকে ৫ নভেম্বর রাতে দেখা করতে বলে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর রাতে ওই কিশোরীকে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় ধর্ষণ করে মেহেদী। আরও অভিযোগ, ৬ নভেম্বর ফের দুই অভিযুক্ত মিলে কিশোরীর ওপর শারীরিক অত্যাচার করে। ঘটনাস্থল, বন্দর থানার নবীগঞ্জ পঁচার মাজারের পাশের একটি বাগান।

ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। বাড়ি ফিরলে, তাকে দেখে পরিবারের সন্দেহ হয়। পুরো ঘটনা জানান পর পুলিশে অভিযোগ জানায় তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মেহেদী হাসানকে। ধৃত মেহেদী, ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আসমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

বন্দর থানা পুলিশের ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে যাবতীয় পরীক্ষার জন্য।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version