হেমন্তেই শীতের আমেজ, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা

হেমন্তেই শীতের আমেজ। ভোরের বাতাসে হিমের পরশ। প্রায় সারা বছরই গরম আর বর্ষার একঘেয়ে আবহাওয়ার পর ঠান্ডা ফুরফুরে উত্তুরে হাওয়া যেন এক নিমেষে মন ভাল করে দিচ্ছে মানুষের। কলকাতায় নামছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত চার-পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে পারদ নামছে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। উত্তরবঙ্গে আজকের তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস।

হাওয়া অফিস আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, দীর্ঘায়িতও হবে। সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই শীত। কলকাতায় নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, “কলকাতার ক্ষেত্রে আজকে পারদ আরও কিছুটা নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রী কম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ধারাবাহিকভাবে পারদ নামতে শুরু করেছে। গোটা রাজ্যে রয়েছে শীতের আমেজ। কলকাতার ক্ষেত্রে সকাল-সন্ধে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি কিছুটা বাড়ে। জেলার ক্ষেত্রে সারাদিনই শীতের আমজে থাকবে আগামী কয়েকদিন। আগামী ৪–৫ দিনে এই আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তার পর ধীরে ধীরে তা কমতে পারে।”