একদিকে বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ না করে ত্বহা সিদ্দিকি বুঝিয়ে দিলেন তাঁর আগামিদিনে পথ চলার রাজনৈতিক রাস্তা।

রবিবার ফ্রান্সে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে সভা ও ধিক্কার মিছিক ছিল মুসলিম সমাজ উন্নয়ন সমিতির। ডানকুনির এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে আনেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। বেনজির আক্রমণ করে বলেন, উনি কখন কী বলেন, উনি নিজেই জানেন না। মানুষকে মানুষ জ্ঞান করেন না। ওনার জন্য আমি চিকিৎসক পাঠাতেও রাজি আছি।


পাল্টা দিলীপ ঘোষ বলেন, যাদের হয়ে উনি কথা বলছেন, তারা তো ৯ বছরে একটি প্রতিশ্রুতিও পালন করেনি। তারপর কেন তাদের পাশে থাকা। আসুন একুশে আমরা বদলে ফেলি।


এদিনের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
