‘আমিই প্রথম, তবে শেষ নই’, উপরাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার পর প্রথম বিবৃতি কমলা হ্যারিসের

ট্রাম্পকে টক্কর দিয়ে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন কমলা হ্যারিস। আমেরিকার উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শনিবার আমেরিকার প্রতিটি মহিলাকে স্বপ্ন দেখার বার্তা দিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি জানালেন, আমেরিকার প্রথম উপরাষ্ট্রপতি পদে একজন মহিলা হিসেবে প্রথম তিনি বসেছেন ঠিকই। তবে এটাই শেষ নয়।

শনিবার আমেরিকার রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে জো বাইডেন ও কমলা হ্যারিসের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পর একটি বিবৃতি দেন ভারতীয় বংশোদ্ভুত ওই কন্যা। তিনি জানালেন ‘আমার জয় আমেরিকার মহিলাদের জন্য একটি শুভারম্ভ। মার্কিন ইতিহাসে এই শীর্ষ পদে আশা প্রথম মহিলা আমি।’ পাশাপাশি এটাও জানালেন, ‘আমেরিকার উপরাষ্ট্রপতি পদে আমিই প্রথম মহিলা হলাম ঠিকই কিন্তু আমিই শেষ নই। আমেরিকার প্রতিটি মেয়ে যারা আজ রাতে আমাকে দেখছে। তাদের বলছি, এই দেশ সম্ভাবনার দেশ। স্বপ্ন দেখলে তা সত্যি হবেই।’

কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘অনেক শুভেচ্ছা কমলা হ্যারিস। আপনার সফলতা একটি মাইলফলক।এটা সমস্ত ভারতীয় ও আমেরিকাবাসীর জন্য গর্বের সময়। আমি বিশ্বাস করি আপনার সমর্থন ও নেতৃত্ব ভারত আমেরিকার সম্পর্ক আরও মজবুত ও প্রাণোচ্ছল হয়ে উঠবে।’

আরও পড়ুন:পুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে হ্যারিস সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াবেন তিনি। গত আগস্ট মাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। ডেমোক্র্যাট দলের অন্যান্য নেতারাও বাইডেনের সঙ্গে সম্মত হন। উল্লেখ্য, ১৯৬৪ সালের ২০ অক্টোবর অকল্যান্ডে জন্ম কমলার। তার মা শ্যামলা গোপানন। যিনি ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন। পেশায় তিনি একজন ক্যান্সার বায়োলজিস্ট। কমলার পিতা ডোনাল্ড জে হ্যারিস একজন অর্থনীতিবিদ।

 

Previous articleপুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা
Next article‘বিভাজন নয়, ঐক্যবদ্ধ আমেরিকা গড়ব’, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বার্তা বাইডেনের