দিল্লি ক্যাপিটালস – ১৮৯/৩
সানরাইজার্স হায়দরাবাদ – ১৭২/৮

১৭ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস
তীরে এসে তরী ডুবল ওয়ার্নারদের। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ব্যর্থ হল হায়দরাবাদ। কেন উইলিয়ামস ও আবদুল সামাদের লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হল ৷ দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। IPL-এর কোয়ালিফায়ার টু’র এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশ্য একাই পার্থক্য গড়ে দিলেন মার্কাস স্টইনিস। ব্যাট হাতে ঝোড়ো ৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া রাবাডা নিলেন চার উইকেট।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আয়ার। শুরুটাও দুর্দান্ত করেন দুই ওপেনার ধাওয়ান এবং স্টইনিস। ৮.২ ওভারে স্টোইনিস যখন ৩৮ রান করে যখন আউট হন তখন দিল্লির রান ৮৬। তবে ভাল শুরু করেও আউট হয়ে যান শ্রেয়স (২১)। এরপর বাকিটা ধাওয়ান-হেটমায়ার ঝড়। ৫০ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে ধাওয়ান আউট হলেও ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে হেটমেয়ার। ২০ ওভার শেষে দিল্লির রান দাঁড়ায় ৩ উইকেটে ১৮৯।

আরও পড়ুন- বিভীষণকে নিয়ে কী ভীষণ টানাটানি! আজ বাড়িতে বিজেপি সাংসদ

দিল্লির পাহাড়প্রমাণ ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধ্বস নামে হায়দরাবাদের ব্যাটিংয়ে। প্রথমেই মাত্র ২ রানেই ফেরেন ওয়ার্নার। ১৭ রান করে ফিরে যান প্রিয়ম গর্গও। ওই ওভারেই মনীশ পাণ্ডেকেও (১৭) আউট করেন স্টইনিস। এরপর হায়দরাবাদের ব্যাটিংকে একাই টানতে থাকেন কেন উইলিয়ামসন। ৪৫ বলে ৬৭ রান করে উইলিয়ামসন ফিরতেই হায়দরাবাদের যাবতীয় আশা কার্যত শেষ হয়ে যায়। ১৯ তম ওভারে আবার পরপর দু’বলে আবদুল সামাদ (৩৩) এবং রশিদ খানকে (১১) আউট করে ম্যাচ পুরোপুরি দিল্লির পকেটে এনে দেন রাবাডা। ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবেন শ্রেয়সরা।

আরও পড়ুন- কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চারবারের বিধায়ক
