একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

বিধানসভা ভোটকে সামনে রেখে কর্মসূচি সাজানোর কাজ সেরে ফেলল বঙ্গ বিজেপি। ১২ ঘন্টার নোটিশে দিল্লিতে ডাকা হয় বৈঠক। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি সন্তোষ। আর বাংলা বিজেপির দিলীপ-অমিতাভ-মুকুল-কিশোর। সেখানেই তৈরি হলো একুশের ভোট-যুদ্ধের কর্মসূচি। তবে নভেম্বরেই অমিত শাহ কিংবা নাড্ডা, কারওরই আসার সম্ভাবনা নেই।

দিলীপ জানান, কোভিডের কারণে সকলেই পিছিয়ে পড়েছিলাম। অমিত শাহজি ঘুরে আসার পর সংগঠনের দোষত্রুটিগুলোও দেখেছেন। সেই অনুযায়ী সংশোধন ও কর্মসূচি সাজানোর জন্য আর সময় নিতে চায়নি দিল্লি। তাই দ্রুত ডেকে পাঠানো।

আরও পড়ুন:পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, নজির গড়ল ধানবাদ

লক্ষ্যণীয় বিষয় হলো, দিলীপ এদিন শুভেন্দুকে নিয়ে কোনও মন্তব্য না করে বলেন, এটা তৃণমূলের ব্যাপার। শুভেন্দু তাদের মাথাব্যথা। দিলীপের প্রশ্ন, বিহারের ভোটের ফল কেন বাংলায় পড়বে? বাংলা যে আলাদা সেট আগেই প্রমাণিত।

Previous articleপড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, নজির গড়ল ধানবাদ
Next articleহোম অফ ক্রিকেটে সাকিব আসলেন ৩৭৬ দিন পর