মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আশা প্রকাশ করছেন, এর ফলে ভারত–মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে।
একটি টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামীদিনে ইন্দো-আমেরিকান সম্পর্ক আরও উন্নত হবে।
ট্রাম্পের আমলে একাধিকবার বিভিন্ন উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েও সে দেশে যাননি মমতা।

আরও পড়ুন- তৃতীয় দফার ট্রায়ালে করোনা প্রতিরোধে ৯০ শতাংশ সফল ভ্যাকসিন, ঘোষণা পিফাইজার-বায়োএনটেকের
আসলে ভারতীয়দের ভিসা নিয়ে ট্রাম্পের অভিবাসন নীতি মানতে পারেননি মমতা। ট্রাম্পের উদ্বাস্তু নীতিরও বিরোধী ছিলেন তিনি। এমনকি ট্রাম্প ও মোদি ঘনিষ্ঠতাও অন্যতম কারণ।

Congratulations to President Elect @JoeBiden and Vice President @KamalaHarris May the India-US friendship grow
— Mamata Banerjee (@MamataOfficial) November 7, 2020
সবমিলিয়ে প্রতিবাদস্বরূপ এতদিন আমেরিকায় যাননি মমতা। তবে নতুন বছরে মমতার নতুন রাজনৈতিক সফরসূচিতে আমেরিকা থাকে কিনা সেটা সময়ই বলবে।
