ফের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই, গণনার মুখে দাবি বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্রের

আগামী দিনে বিহার কার? কে বসবেন বিহারের মসনদে? নীতীশ কুমার ? না’কি তেজস্বী যাদব?

বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোটগণনা শুরু হয়েছে৷ ক্ষমতায় আসার ম্যাজিক ফিগার ১২২ আসন৷ ফল আর কিছুক্ষণের মধ্যেই দেশবাসী জেনে যাবেন৷

ওদিকে, এক্সিট পোল-এ তেজস্বী যাদবের মহাগোঠবন্ধন এগিয়ে থাকলেও গণনা শুরুর মুখেও জয় নিয়ে NDA নিশ্চিত৷ বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দাবি করেছেন, বিহারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে NDA-ই সরকার গড়বে এবং ফের মুখ্যমন্ত্রী পদে আসছেন নীতীশ কুমারই ৷ শাহনওয়াজ বলেছেন , “বিহারের ৩ পর্বের ভোটগ্রহণের পর এটা পরিষ্কার দেখা গিয়েছে, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে উৎসাহ রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ বিহারবাসী NDA-র পক্ষেই ভোট দিয়েছেন ৷”
বিজেপির এই মুখপাত্র দাবি করেছেন, “মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিহারে সরকার গড়তে চলেছে NDA এবং ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার ৷” ২০১৫ সালের এক্সিট পোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় বেশির ভাগ পোলে NDA সরকার গড়বে এরকম দাবি করা হয়েছিলো৷ সেদিন JDU ছিলো না NDA-তে ৷ সেই সময় এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছিল৷ তাছাড়া একাধিক সময়েই এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে ৷ এর কারণ এক্সিট পোল যে স্যাম্পেল সাইজে করা হয় তা রাজ্যের জনসংখ্যা থেকে বেশ কম ৷ এজন্য এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ বিহার ভোটেও ওই এক্সিট পোল ভুল প্রমানিত হবে মঙ্গলবারই৷

Previous article২০১৫-তে বিহারের ‘এক্সিট পোল’ উল্টে গিয়েছিলো ফলপ্রকাশের পর
Next articleতেজস্বীকে কী বললেন লালু?