গণনার প্রাথমিক পর্যায়ে মহাগোঠবন্ধন এগিয়ে ২১ আসনে, NDA ১২ আসনে

বিহার গণনার প্রাথমিক পর্যায়ে খারাপভাবেই শুরু করেছে নীতীশ কুমারের JDU বা সংযুক্ত জনতা দল৷ প্রাথমিক ট্রেন্ডে মহাগোঠবন্ধন এগিয়ে ২১ আসন। NDA এগিয়ে ১২ আসনে।

◾বিহার ভোটে ৭৭ আসনে সরাসরি লড়াই হচ্ছে RJD-র সঙ্গে JDU-র৷ আপাতত খবর, ৮০ শতাংশ আসনে এগিয়ে আছে তেজস্বী যাদবের RJD।

◾উত্তরপ্রদেশ লাগোয়া এলাকা এবং কেন্দ্রীয় বিহারে ভালো খবর মহাগোঠবন্ধনের।

◾প্রাথমিক চিত্র বলছে, JDU নিজেদের আসন ধরে রাখতে পারছে না। ওদিকে, বিজেপি কিন্তু নিজেদের আসন আপাতত ধরে রাখতে পারছে।

◾পিছিয়ে রয়েছেন বেশ কিছু শীর্ষ NDA নেতা৷

আরও পড়ুন:তেজস্বীকে কী বললেন লালু?

Previous articleমুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছেলে তেজস্বী, উত্তেজনায় হাসপাতালে অসুস্থ লালু
Next articleবিহার-গণনা-র শেষ খবর