নতুন মেকওভার করে ফিরছি, বলিউডে ‘প্রত্যাবর্তন’ তনুশ্রীর

বিউটি কনটেস্ট থেকে বলিউডে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রথম ছবি আশিক বানায়া আপনে থেকেই পেয়েছিলেন সাফল্য। এর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তারপর কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

যদিও অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। নিয়মিত ছবি পোস্ট বা স্ট্যাটাস আপডেট করেন অভিনেত্রী। সেই সোশ্যাল মিডিয়াতে দিলেন নতুন আপডেট। জানালেন, ওজন কমিয়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে খবর দিলেন বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তনুশ্রী লিখেছেন, ” মুম্বই থেকে লস এঞ্জেলেসে এসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটি আই টি কোম্পানিতে চাকরি করছি। নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। খুব ভালো আছি। তবে নিজের মধ্যে শিল্পী স্বত্ত্বা এখনও বেঁচে আছে। নতুন মেকওভার করে à§§à§« কেজি কমিয়ে আবারও ফিরে আসছি।”

আরও পড়ুন:বিচ্ছেদের জল্পনার মাঝেই ‘দ্বিতীয় সন্তান’ এর খবর দিলেন শ্রাবন্তী