Saturday, November 1, 2025

বাইকের টাকা না পেয়ে ঘুমন্ত বধূর গায়ে আগুন দিয়ে ফেরার স্বামী সহ ৫

Date:

বাইক কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় বধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তাঁর পরিবারের অন্তত ৫ জন সদস্য। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হযেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বধূর নাম রুমালি বিবি(২৮)। স্বামী সাদিকুল শেখ পেশায় শ্রমিক। রুমালি বিবির মা, বাবা জানিয়েছেন, পাঁচ বছর আগে তাদের সামাজিক নিয়মে বিয়ে হয়। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। সাদিকুল শ্রমিকের কাজ করে যে পয়সা রোজগার করত সেই পয়সা নিয়ে মদ জুয়া খেলে উড়িয়ে দিতো। যার ফলে সংসার খরচ ঠিকমতো সে দিত না। এর ওপর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল কেনার জন্য সম্প্রতি ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু ওই বধূর বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সেই টাকা দিতে পারছিল না। এদিকে প্রায়ই রুমালিকে সেই টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল সাদিকুল ও তার পরিবারের সদস্যরা।

এদিনও সেই টাকার জন্য রুমালি তাঁর বাপের বাড়িতে যায়। এরপর সেই টাকা না নিয়ে রুমালি শ্বশুর বাড়িতে ফিরে আসে। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। অভিযোগ, গভীর রাতে রুমালিকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদিকুল ও তার পরিবারের সদস্যরা। রুমালির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত সাদিকুল ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় রুমালিকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version