বাইক কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় বধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তাঁর পরিবারের অন্তত ৫ জন সদস্য। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হযেছে।
আরও পড়ুন:আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা