Friday, December 5, 2025

বুধবারই সৌমিত্রের ট্রাকিওস্টমি, একদিন অন্তর ডায়ালিসিস

Date:

Share post:

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তুলতে শুরু থেকেই চ্যালেঞ্জ নিয়েছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা । লড়ছেন বর্ষীয়ান অভিনেতা নিজেও। পরামর্শ নেওয়া হচ্ছে বিদেশের তাবড় তাবড় চিকিৎসকদের। পাঁচজন সরকারি চিকিৎসকের বিশেষজ্ঞ টিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন তারা। এবার ট্রাকিওস্টমি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসায় থাকা মেডিক্যাল টিম।

হাসপাতাল সূত্রে খবর, আগামিকাল বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ট্রাকিওস্টমি করা হবে অভিনেতার। চিকিৎসকরা জানাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীররিক অবস্থা একইরকম আছে। নতুন করে কোনও অবনতি হয়নি। মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী এখন ৮ থেকে ৯-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ, নতুন করে অবনতি না হলেও এখনও সঙ্কটজনক তিনি।
রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে সমস্যা থাকায় প্লাজমাফেরেসিস করার কথাও ভাবা হচ্ছে।

আরও জানা গিয়েছে, একদিন অন্তর নিয়মিত ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কিডনি সমস্যার কারণেই নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। কিডনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। তবে রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। রাজ্য সরকারের বিশেষজ্ঞ চিকিৎসকের
পরামর্শই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...