Friday, December 5, 2025

‘যে কোনও সময় জীবন সংশয়ের আশঙ্কা করছি’, জয়নগরের পুর- প্রশাসকের পোস্ট ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

“বিরোধী রাজনৈতিক দলের হাতে যে কোনও সময় জীবন সংশয়ের আশঙ্কা করছি৷”

রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জয়নগর- মজিলপুর পুরসভার প্রশাসক সুজিত সরখেলের এই ফেসবুক পোস্ট ঘিরে৷ ওই পোস্টে সুজিতবাবু লিখেছেন, “গায়ের জোরে জয়নগর – মজিলপুর পৌরসভার ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মত্ত বিরোধী রাজনৈতিক দলের হাতে যে কোনও সময় জীবন সংশয়ের আশঙ্কা করছি৷” তিনি আরও লিখেছেন, জয়নগর মজিলপুর পৌরভবনের ভিতর শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা অসভ্য আচরণ করেছে৷ দরজা জোর করে আটকে রাখে৷

দক্ষ সংগঠক সুজিত সরখেলের উপর এ ধরনের নির্যতনের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷ প্রসঙ্গত, ২০১৪ সালে এখানে ক্ষমতা পুনর্দখল করে কংগ্রেস। সুজিত সরখেল চেয়ারম্যান নির্বাচিত হন।
রাজ্যে সম্ভবত কংগ্রেস পরিচালিত একমাত্র পুরসভা৷ পুর-এলাকার বাসিন্দাদের অভিযোগ, কংগ্রেস পরিচালিত এই পুরসভা দখল করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই৷ কিন্তু সুজিতবাবুর জনপ্রিয়তায় তা সম্ভব হচ্ছে না৷ তাই এখন তাঁর উপর হামলার চক্রান্ত চলছে৷ ‘কাজের মানুষ’ সুজিত সরখেল যেভাবে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, তাতে ওই পুর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ গোটা ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তিও দাবি করা হয়েছে৷

প্রসঙ্গত, রাজ্যের প্রাচীনতম পুরসভাগুলির একটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর পুরসভা৷ প্রায়
দেড়শো বছরের পুরোনো এই জয়নগর পুরসভা৷

রাজ্যে বামজমানার দীর্ঘ ইতিহাসের মাঝেও এই পুরসভা নিজের স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র বজায় রেখেছিল। ১৯৮১ সালে পুরসভার চেয়ারম্যান হন প্রশান্ত সরখেল। তাঁর হাত ধরে এখানে টানা প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। ২০১০ সালে তৃণমূল-এসইউসি জোট পুরসভা দখল করে। পুরপ্রধান হন ফরিদা বেগম শেখ। তিনিই পুরসভার প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা পুরপ্রধান। ২০১৪ সালে এখানে ক্ষমতা পুনর্দখল করে কংগ্রেস। সুজিত সরখেল চেয়ারম্যান নির্বাচিত হন।

রাজ্যে সম্ভবত কংগ্রেস পরিচালিত একমাত্র পুরসভা৷

আরও পড়ুন- পিছিয়ে থেকেও শেষ ল্যাপে বাজিমাত, জিতে গেলেন লালু-পুত্র!

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...