Saturday, November 15, 2025

এবার তরুণ মুখ্যমন্ত্রী না কি চতুর্থ বা শেষবারের মতো বিহারের মসনদে বসবেন নীতীশ কুমার- জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের শেষদফার ভোটগ্রহণ হয়েছে শনিবার। আজ গণনা শুরু হচ্ছে সকাল ৮টা থেকে।

বিহারের ৩৮টি জেলায় হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। প্রথম ঠিক ছিল ৩৮টি জেলার প্রতিটিতে গণনাকেন্দ্র হবে। কিন্তু, কোভিড-প্রোটোকল অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫৫ করা হয়েছে। কড়া নিরাপত্তার পাশাপাশি বজায় রাখা হচ্ছে করোনা বিধি। গণনাকর্মীরা মাস্ক পরা বাধ্যতামূলক। ৪১৪টি বিধানসভার গণনা হবে। নিরাপত্তার জন্য সারা রাজ্যে মোতায়েন করা হয়েছে ৫৯ কোম্পানি আধাসেনা। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি আধাসেনা। পাশাপাশি, নজর দেওয়া হয়েছে শহরের নিরাপত্তার দিকেও।

মূল দুই জোটেই একাধিক স্থানীয় দল সামিল। যদিও মূল লড়াই জেডিইউ- বিজেপি জোটের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম জোটের। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই বিহারে নীতীশকুমারের নেতৃত্বাধীন বিজেপি- জেডিইউ জোটের ভরাডুবির ইঙ্গিত। লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোট বিহারে ক্ষমতা দখল করতে চলেছে বলে ইঙ্গিত। কোনও কারণে ত্রিশঙ্কু হলে চিরাগ পাসোয়ানের এলজেপি ও অন্য ছোট দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বুথফেরত সমীক্ষা সঠিক প্রমাণিত হল কি না জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version