Thursday, December 4, 2025

শ্বশুরবাড়িতে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বধূ

Date:

Share post:

পরিচয় হয়েছিল ফেসবুকে। সেখান থেকে সম্পর্ক হয় এবং তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর বাড়িতে থাকতে দিতে চাইছে না স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। দীর্ঘদিন আবেদন,অনুরোধ করেও হয়নি ঠাই। অবশেষে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলেন ওই নির্যাতিতা বধূ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ভালুকাগামী রাজ্য সড়কে। এদিন ধর্নার ফলে অবরুদ্ধ হয় রাজ্য সড়ক। বধূর ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার হয় এলাকাবাসীও। এদিকে বাড়িতে নেই অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা।

উল্লেখ্য, আড়াই বছর আগে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এর নিবাসী আদিল মিয়ার ছেলে নাসিরুদ্দিনের সঙ্গে বিয়ে হয় কালিয়াচক নিবাসী সাবিনা খাতুনের। বিয়ের আগে নাসিরুদ্দিন সাবিনাকে কথা দেয় যেহেতু বাবা,মা তাই নেই বিয়ের পর স্বামী হিসেবে সাবিনার প্রতি সব দায়িত্ব পালন করবে সে। দুজনের সম্মতিতেই হয় বিয়ে কিন্তু বিয়ের পর হঠাৎ করে চিত্রটা পাল্টে যায়। সাবিনাকে ঘরে তুলতে অস্বীকার করে তার শ্বশুর,শ্বাশুড়ি। স্বামী নাসিরুদ্দিনের ভোল পাল্টে যায়। ৫ লক্ষ টাকা পনের দাবি করে ওই পরিবার। সাবিনার পক্ষে এতো টাকা দেওয়া অসম্ভব ছিল। প্রতিবেশীদের সাহায্যে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু তা সত্ত্বেও বাড়িতে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষমেষ ন্যায্য অধিকারের দাবিতে হরিশ্চন্দ্রপুর ভালুকগামী রাজ্য সড়কে ধর্নায় বসেন তিনি।

সাবিনা জানান, ‘‘বিয়ের পরেই হঠাৎ করে সব পাল্টে যায়। টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু আমার বাবা,মা,ভাই কেউ নেই। আমার পক্ষে এতটা টাকা দেওয়া অসম্ভব। সোমবার শ্বশুরবাড়িতে গেলে মেরে বের করে দেয় শ্বাশুড়ি। আজ বাধ্য হয়ে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলাম।’’ ন্যায্য অধিকার না পেলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। তাঁর অধিকারের পক্ষে সওয়াল করেন এলাকাবাসীরাও। স্থানীয় এক ব্যক্তি হামিদুর রহমান বলেন, ‘‘ছেলে নিজের পছন্দে বিয়ে করেছিল। বাবারও সম্মতি ছিল। কিন্তু পরে পনের দাবি করে বউকে ঘরে তুলতে অস্বীকার করে। আমরা গ্রামবাসীরা চায় ও ন্যায্য বিচার পাক।’’

এদিকে ধর্নার ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল রাস্তা। এই ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশ্ন। বিয়ের পরেও পনের দাবিতে একজন অনাথ মেয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাতে নিন্দায় সোচ্চার হয়েছেন সকলেই। গোটা ঘটনায় নারী অধিকার এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:অবশেষে ভদ্রেশ্বরের নয়ানজুলিতে মিলল বিষ্ণু মালের মুণ্ড

spot_img

Related articles

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল...