আইপিএল ২০২০ : চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স জিতল ২০ কোটি, কে কী পুরস্কার পেলেন?

দুবাইয়ে আরব আমীরশাহ-তে আইপিএল ২০২০-র ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে দিল্লি। জবাবে পরে ব্যাট করে ১৮ ওভার ৪ বলেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ‘হিটম্যান’এর মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ৫১ বলে ৬৮ রান করেন। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে মুম্বইকে আইপিএল ফাইনাল জেতালেন রোহিত। ২০১৯ এর পর ২০২০, এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০, সব মিলিয়ে পাঁচবার আইপিএল ট্রফি জিতল রোহিত শর্মার দল।

২০২০-র আইপিএল-এ কে কী পুরস্কার পেলেন রইল তালিকা-

💠 ফাইনালে ম্যাচে সেরা ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লেতে এদিন দিল্লির বিরুদ্ধে ২টি উইকেট নেন বোল্ট। ম্যাচে ৩০ রান খরচে সব মিলিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএল ২০২০-তে ১৫ ম্যাচে সংগ্রহ ২৫ উইকেট।

💠 আইপিএলের সেরা যুব ক্রিকেটার- আইপিএল ২০২০তে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার পেলেন দেবদূত পড়িক্কল। আইপিএলে অভিষেকে হাফ সেঞ্চুরি করে শুরু করেছিলেন। মরসুমে ১৫ ম্যাচে ৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সব মিলিয়ে সংগ্রহ ৪৭৩ রান। সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান।

💠 টুর্নামেন্টের সেরা গেম চেঞ্জার লোকেশ রাহুল।

💠 টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার কাইরন পোলার্ড।

💠 মরশুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতলেন মুম্বইয়ের ঈশান কিশান। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ৩০ টি ছক্কা মেরেছেন ঈশান কিশান।

💠 পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটার মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট।

💠 বেগুনি টুপি জিতলেন কাগিসো রাবাদা। আইপিএল ২০২০তে এবছর ৩০টি উইকেট নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার।

💠 কমলা টুপি পেলেন হলেন লোকেশ রাহুল। আইপিএল ২০২০তে ১৪ ম্যাচ খেলে রাহুল ৬৭০ রান হাঁকান।

💠 সবচেয়ে কার্যকরী ক্রিকেটার পুরস্কার জিতলেন জোফা আর্চার। ১৪ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন আর্চার।

💠 রানার্স হয়ে ১২.৫ কোটি টাকা জিতল শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস।

💠 চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০ কোটি টাকা জিতল।

আরও পড়ুন-হার ৫ মন্ত্রীর, জয় ২ লালুপুত্রের, একনজরে বিহারের তারকা প্রার্থীরা

Previous articleহার ৫ মন্ত্রীর, জয় ২ লালুপুত্রের, একনজরে বিহারের তারকা প্রার্থীরা
Next article৮ মাস পর খুলছে রাজ্যের স্কুল ও কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর