৮ মাস পর খুলছে রাজ্যের স্কুল ও কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

৮ মাসেরও বেশি সময় পর খুলছে ত্রিপুরার স্কুল ও কলেজ। মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । আগামী ১ ডিসেম্বর থেকে খুলছে রাজ্যের সব স্কুল ও কলেজ। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে যাবতীয় কোভিড বিধি মেনে। তা সাফ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।


শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, “কোভিড ১৯ পরিস্থিতিতে যাবতীয় বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নিয়ম মেনে পয়লা ডিসেম্বর থেকে স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। বাকি ক্লাস ধীরে ধীরে চালু হবে। ওই একইদিনে সব সরকারি ডিগ্রি কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।” তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার আগে ২৭ নভেম্বর কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে জন্য বৈঠক হবে।


রাজ্য সরকার জানিয়েছে কেন্দ্র প্রদত্ত নির্দিষ্ট বিধি মানতে হবে-

১. শিক্ষা প্রতিষ্ঠান স্যানিটাইজ করতে হবে।

২. শিক্ষক, শিক্ষা কর্মী, পড়ুয়াদের বাধ্যতামূলক থার্মাল স্ক্যানিং।

৩. স্কুল কলেজে মানতে হবে সামাজিক দূরত্ব।

৪. প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।

উল্লেখ্য, করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেলেও শিক্ষা দফতর অনলাইন ক্লাস, স্থানীয় টিভি চ্যানেলে ভিডিও লেকচার, স্টুডেন্টস হেল্প লাইন কল সেন্টারের মাধ্যমে পঠনপাঠন চালিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে। এমনকী এসএমএস নির্ভর ক্লাসের আয়োজন করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন:লোকাল ট্রেনের যাত্রা শুরু: কড়া চ্যালেঞ্জের মোকাবিলায় রেল-রাজ্য

Previous articleআইপিএল ২০২০ : চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স জিতল ২০ কোটি, কে কী পুরস্কার পেলেন?
Next articleবিজেপির ‘দাদাগিরি’, নীতিশ এখন কী করবেন?