হুগলির বিভিন্ন স্টেশনে প্রথমদিনই উধাও দূরত্ব বিধি

দীর্ঘ সাড়ে সাতমাস পর চালু লোকাল ট্রেন পরিষেবা। খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। বুধবার ভোর থেকেই স্টেশনে স্টেশনে করোনা আবহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়। স্টেশনের ঢোকার মুখে থার্মাল স্কিনিং। মাস্ক না থাকলে রেল পুলিশ যাত্রীদের মাস্ক বিলি করেছে। কিন্তু হুগলির বিভিন্ন স্টেশন উত্তরপাড়া, শ্রীরামপুর স্টেশনে দেখা গেল শারীরিক দূরত্ব বিধি কেউ মানছেন না। টিকিট কাউন্টারে লাইনে দেখা যাচ্ছে গা ঘেঁষে সকলেই লাইনে দাঁড়িয়ে আছেন।

অন‍্যদিকে বেশি ভাগ স্টেশনে ট্রেনের কামরায় কোভিড বিধি মানা হচ্ছে কি না তাও কড়া হাতে দেখছে রেল। বেলা বাড়লে যাত্রীদের ভিড় বাড়লে এই সব বিধি আরও উড়ে গেল।

আরও পড়ুন:ডিজিটাল পেমেন্ট ও রুপে কার্ড বাধ্যতামূলক, বাড়ল প্যান-আধার সংযুক্তির মেয়াদ

এতদিন বেআইনি ভাবে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করছিলেন অনেকে। ভয় ছিল কখন রেলপুলিশ ধরবে। কিন্তু জীবন জীবিকার জন্য ঝুঁকি নিয়ে গেছেন অনেকেই। এখন দেখার করোনা বিধি মেনে কীভাবে মানুষ

Previous articleডিজিটাল পেমেন্ট ও রুপে কার্ড বাধ্যতামূলক, বাড়ল প্যান-আধার সংযুক্তির মেয়াদ
Next articleশুভেন্দু ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার