দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। বৃহস্পতিবার, জয়গাঁতে দিলীপ ঘোষের সভা। সেই সভায় যাওয়ার পথে তাঁর কনভয়ে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এতে দুই বিজেপি নেতার গাড়ির কাচ ভেঙে যায়।

আরও পড়ুন : সেই বাদুর ঝোলা ভিড়! বারুইপুর স্টেশনে ট্রেন থেকে পড়ে গেলেন বৃদ্ধ শিক্ষক

এদিন সকালে ভুটান সীমান্তবর্তী জয়গাঁ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় যাচ্ছিল খোকলা বস্তি এলাকায়। মাঝে সুমসুমি বাজার এলাকায়, বিজেপির রাজ্য সভাপতি কনভয়কে লক্ষ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এতে কালচিনি বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়ি কাচ ভেঙে যায়। বিজেপি এক নেতার গাড়ির কাচ ভেঙে যায়। অভিযোগ, শাসকদলের উস্কানিতে বিমল গুরুং ঘনিষ্ঠরাই এই হামলা চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। একই সঙ্গে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হয় আলিপুরদুয়ারে।

এই ঘটনার তীব্র নিন্দা করেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এমন জায়গায় গিয়েছে যে বিরোধীরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। তবে, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী জানান, কোনও রাজনৈতিক দল নয়, এটি জনরোষের বহিঃপ্রকাশ। কোনও জনসেবামূলক কাজ করে না বিজেপি। সেই কারণেই এই আক্রমণ।

Previous articleতেজস্বী খুব ভালো ছেলে, দরাজ গলায় লালু পুত্রর প্রশংসা উমা ভারতীর
Next articleআমরা জনতার হৃদয়ে আর নীতীশ পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী: তেজস্বী