আমরা জনতার হৃদয়ে আর নীতীশ পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী: তেজস্বী

নামমাত্র ব্যবধানে এনডিএর কাছে পরাজিত হলেও বিহার বিধানসভা নির্বাচনে এবার একক বৃহত্তম দল হয়ে উঠেছে আরজেডি। ক্ষমতা না পেলেও এই ভোটে নৈতিক জয় তাঁদেরই হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিহারের ভোট নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন মহাজোটের নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, নীতীশ কুমার আমাদের কাছে হেরে গিয়েও পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু বিহার ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, আমরাই জনতার হৃদয়ে রয়েছি। মানুষ সত্যিই পরিবর্তন চেয়েছিলেন। এবারের ভোটে নীতীশ কুমারের যে হাল হয়েছে তা থেকেই এটা পরিষ্কার। ভোটে পিছিয়ে থেকেও এখন কৌশল করে ওকে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে!

আরও পড়ুন : তেজস্বী খুব ভালো ছেলে, দরাজ গলায় লালু পুত্রর প্রশংসা উমা ভারতীর
লালুপুত্র তেজস্বী এবারের ভোটে আরজেডির যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে কংগ্রেসের ফল খুব খারাপ না হলে মহাজোটই ক্ষমতায় আসত। সব দলকে পিছনে ফলে আরজেডি একাই ৭৫ আসনে জিতেছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এনডিএ এবং মহাজোটের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ০.২ শতাংশ। এত কম ব্যবধানে জিতেও বিহার নিয়ে এনডিএ শিবিরের উচ্ছ্বাসকে কটাক্ষ করেছেন তরুণ নেতা তেজস্বী। তিনি বলেছেন, মোদি আর নীতীশ কুমার অর্থ, পেশিশক্তি ও কূটকৌশল সবরকমভাবে ব্যবহার করেছেন ৩১ বছরের একটা ছেলেকে হারাতে। ভোটগণনায় ২০ টি আসনে নামমাত্র ভোটে আরজেডির পরাজয় ও বাতিল ভোট নিয়েও প্রশ্ন তোলেন মহাজোটের নেতা। বলেন, মানুষের ইচ্ছাকে মর্যাদা না দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফিরতে সবরকম কারসাজি করা হয়েছে। কিন্তু তার পরেও আমরাই বিহারবাসীর হৃদয়ে রয়েছি।

আরও পড়ুন : তৈরি করতে হবে নির্ভুল ভোটার তালিকা, নির্দেশ নির্বাচন কমিশনের

Previous articleদিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ
Next articleসোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নীতীশ কুমারের