Monday, August 25, 2025

বিহারে বিধানসভা নির্বাচনে ৫টি আসন জিতে এবার বাংলার দিকে নজর মিমের। ইতিমধ্যেই মিমের নেতা আসাদুদ্দিন ওয়েইসি রাজ্যের দুই জেলায় প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন। কিন্তু তাঁদের সরাসরি ‘ভোট–কাটুয়া’ বলতে শুরু করেছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রকাশ্যেই মিমকে বিজেপির বি–টিম বলে কটাক্ষ করেছে। যদিও এইসব অভিযোগে বিশেষ পাত্তা না দিয়ে মিম নেতা ওয়েইসির অভিযোগ, বিহারের নির্বাচনী প্রচারে সিএএ এবং এনআরসি প্রসঙ্গে একটাও কথা বলেনি আরজেডি বা কংগ্রেস। তাহলে মুসলিমরা কি শুধুই ভোট–মেশিন?

বিহারের সীমাঞ্চল এলাকায় ২৪টির মধ্যে পাঁচটি আসন জিতেছে মিম। ওয়েইসির মতে, গণতন্ত্রে বহুত্ববাদ থাকলে সে কোনও রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিতে পারে এবং জিততে পারে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিম নেতা বলেন, “কেন আমাকেই জবাবদিহি করতে হবে?” মাত্র ২১টি আসনে প্রার্থী দিয়েছিল মিম। যারা ৭০টা, ১৪০টা আসনে প্রার্থী দিয়েও জিততে পারেনি, তারা জবাব দিক বলে মন্তব্য করেন ওয়েইসি।

যে ২১টি আসনে মিম প্রার্থী দিয়েছে, সেই আসনগুলিতে ভোট হয়েছে তৃতীয় দফায়। আর ওই দফায় সবচেয়ে ভাল ফল করেছে বিজেপি। যে কারণে মিমের দিকে সন্দেহের তির রাজনৈতিক মহলের। কেউ কেউ বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগও তুলছেন। তবে, সাক্ষাৎকারে মিম নেতা জানান, কেরালা বা অসমের নির্বাচন না লড়লেও বাংলা ও উত্তরপ্রদেশে অবশ্যই লড়বে তাঁর দল।

আরও পড়ুন:হেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version