Saturday, January 10, 2026

মুখ্যমন্ত্রীর আবেদন মেনে ৯৫% ট্রেন চালাবে রেল

Date:

Share post:

ভিড়ের জন্যে এবার অফিস টাইমে বেশি ট্রেন চালাবে রেলওয়ে। বুধবারই, ভিড় এড়াতে বেশি ট্রেন চালানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো, বৃহস্পতিবার, ভবানীভবনে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য সরকারি আধিকারিকদের। স্থির হয়েছে অফিস টাইমে প্রায় ১০০% ট্রেন চালানোর চেষ্টা করবে রেলওয়ে।

আরও পড়ুন: আত্মনির্ভর ভারত অভিযান ৩.০: কর্মসংস্থানের ঘোষণা নির্মলার

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর আবেদনের কথা রেলকে জানানো হয়। তারপরেই তারা ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। রেলের তরফে জানানো হয়, ভিড়ের কারণে প্রথম থেকেই ঘোষণার থেকে বেশি ট্রেন চালিয়েছে রেল। এখন চলছে ৬৯৬টি ট্রেন। এটাকে ৯৫ থেকে ১০০ শতাংশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

হাওড়া-শিয়ালদহ শাখায় গত দুদিন ১০লক্ষ লোক যাতায়াত করেছেন। প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা বারোশো। আগে হত ২২০০। শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় যাত্রী সংখ্যা কম হচ্ছে বলে মত রেলের।

বুধ ও বৃহস্পতিবারের পরিস্থিতি দেখে পূর্ব রেল ট্রেনের অনেকটা সংখ্যা বাড়াচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের চাপ কম থাকলেও, সেখানে রেলের সংখ্যা বাড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে ট্রেনের সংখ্যা বাড়ানোয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন : দেওয়ালি বাম্পার: ব্যাঙ্ককর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ল

প্রায় সাড়ে সাত প্রতীক্ষার পরে বুধবার সকালে রাজ্যে গড়ায় লোকাল ট্রেনের চাকা। লকডাউন, করোনা সংক্রমণ, আনলক – এইসবের জেরে প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। দফায় দফায় রাজ্য ও রেলের মধ্যে বৈঠকে কোভিড রেল বুধবার সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের লাইন চোখে পড়ে। তবে, প্রথমদিনের ভিড় দেখেই ট্রেনের সংখ্যা বাড়ানোর আভেদন জানান মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...