সুস্থ হওয়ার লক্ষ্যে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ।সরে দাঁড়িয়েছিলেন মাঝপথেই । যদিও ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান সাহা। স্টিভ স্মিথদের দেশে পৌঁছে চলবে তাঁর রিহ্যাব। প্রথমে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। প্রথম টেস্ট অ্যাডিলেডে দিনরাতের। শুরু হবে ১৭ ডিসেম্বর। এক মাসেরও উপরে সময় পাবেন ঋদ্ধি । তাই ঋদ্ধিকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলবে টিম ম্যানেজমেন্টর তরফ থেকে ।

আরও পড়ুন- নির্বাচনের এক সপ্তাহ পর ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট ট্রাম্প-পুত্রের, হাসির রোল নেট দুনিয়ায়
জানা গিয়েছে, দুই পায়েই চোট রয়েছে ঋদ্ধির। দারুণ ছন্দে থাকলেও এই চোটের জন্যই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফে খেলতে পারেননি বাংলার উইকেটকিপার। হায়দরাবাদের অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলে গিয়েছিলেন,  পেশি ছিঁড়েছে ঋদ্ধির। পেশি ছিঁড়লে যে সেরে উঠতে সময় লাগবে, সন্দেহ নেই। তবে ভারতীয় টেস্ট দল এইমূহুর্তে উইকেটের পিছনে তাঁর নিরাপদ হাতের ওপরই ভরসা রাখছে। তিনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন , তত তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠবে বিরাটহীন ভারতীয় টেস্ট দল। কারণ, প্রথম টেস্টার পরই দেশে ফিরবেন ভারতীয় অধিনায়ক ।

Previous articleহেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী
Next articleমুসলিমরা ভোট মেশিন? প্রশ্ন ‘ভোট কাটুয়া’ ওয়েইসির