Monday, November 3, 2025

তৈরি করতে হবে নির্ভুল ভোটার তালিকা, নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপর এই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে আটঘাট বেঁধে নামছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা ত্রুটিহীন করতে উদ্যোগ নিয়েছে কমিশন। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে জেলাশাসকের নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশন বলেছে, কোন ভোটার আবেদন বাতিল হয়ে গেলে তা সংশ্লিষ্ট ভোটারকে জানাতে হবে।

বুধবার দুপুরে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন সব জেলা নির্বাচন আধিকারিকরা। নির্বাচন আধিকারিক এর দায়িত্ব পালন করে থাকেন জেলাশাসকরা। রাজ্য নির্বাচন কমিশনের আওতায় যে ২৪টি জেলা রয়েছে সেই সব জেলার প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক সাফ জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকা হতে হবে একেবারে ত্রুটিহীন। যদি কোনও ভোটারের আবেদন বাতিল হয় তাহলে অবশ্যই তাঁকে কারণ জানাতে হবে। এই নিয়ে যেন কেউ কোনও প্রশ্ন তুলতে না পারে সেদিকে নজর দিতে হবে। একইসঙ্গে তাঁর নির্দেশ, বুথ লেভেল অফিসার রা যাতে সব সময় বুথে বসে থাকেন সেদিকেও নজর দেয়া প্রয়োজন।

প্রসঙ্গত, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে অভিযোগ ওঠে, ভোটার তালিকা সংশোধনের জন্য বুথ লেভেল অফিসারদের পাওয়া যায় না। অনেকেই নাম ঠিকানা সংশোধন করতে এসে ফিরে যান। এই অভিযোগের পরিচয় হয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, ১৮ নভেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি।

আরও পড়ুন:মুসলিমরা ভোট মেশিন? প্রশ্ন ‘ভোট কাটুয়া’ ওয়েইসির

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...