Sunday, December 14, 2025

মানুষ দ্বিতীয়বারও সুযোগ দেয়! বিহার নির্বাচন নিয়ে মুখ খুললেন সোনু সুদ

Date:

Share post:

করোনা লকডাউন পরিস্থিতিতে নীতীশ সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন পরিযায়ী শ্রমিকরা। শুধু নীতীশ সরকার নয়, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন বহু মানুষ। ভয়াবহ সেই পরিস্থিতিতে সরকার যখন হাত গুটিয়ে ঠিক তখনই পরিযায়ী শ্রমিকদের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে অসহায় মানুষগুলোকে বাড়ি পাঠানোর দায়িত্ব তিনি নিয়েছিলেন নিজের কাঁধে। এহেন সোনু সুদ এবার মুখ খুললেন বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে। বিহারে এনডিএর জয়ের পর তিনি বলেন, মানুষ কখনও কখনও দ্বিতীয়বার সুযোগ দেয়।

করোনা ও লকডাউন পরিস্থিতিতে যেভাবে বিহার সরকার ও কেন্দ্রের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তাতে অনুমান করা হচ্ছিল বিহার নির্বাচনে এর প্রভাব পড়বে। যদিও সব অনুমানকে ব্যর্থ করে দাপটের সঙ্গে বিহারে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। এহেন পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো সোনু সুদ মুখ খুললেন বিহার নির্বাচন নিয়ে। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ হয়তো ভালো কিছু দেখেছেন। ভারতীয়রা আশাবাদী হন। তারা কখনও কখনও দ্বিতীয় ও তৃতীয় বার সুযোগ দেন। মানুষ আশা করে যে তারা আরেকটু ভালোভাবে বাঁচতে পারবেন।’

এর পাশাপাশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘বিহারের প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে আমার। শিক্ষা ও পরিকাঠামো সবদিক থেকেই খুব খারাপ অবস্থায় রয়েছেন তারা। আমি বিশ্বাস করি, কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়। ৫ বছর পরে বিহার যাতে আরও উন্নত হয় সেটা নিশ্চিত হওয়া জরুরী। বিহারের মানুষ তাঁকে নিয়ে যেন গর্ব করতে পারেন যিনি বিহারে সরকারে এসেছেন।’

আরও পড়ুন:উত্তরে শিবাজীর হাত শক্ত করে সুদীপকে চ্যালেঞ্জের মুখে ফেললেন দিলীপ

প্রসঙ্গত, দীর্ঘ লড়াইয়ের পর মহাজোটকে হারিয়ে বিহারে ক্ষমতায় এসেছে জেডিইউ-বিজেপির এনডিএ জোট। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন বিজেপি জিতেছে ৭৪। পাশাপাশি আরও সঙ্গীসহ এনডিএর মোট প্রাপ্ত আসন ১২৫। অন্যদিকে বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তরুণ তেজস্বীর আরজেডি। এহেন পরিস্থিতির মাঝেই বিহার নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন পরিযায়ী শ্রমিকদের মসিহা সোনু সুদ।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...