Thursday, August 21, 2025

মানুষ দ্বিতীয়বারও সুযোগ দেয়! বিহার নির্বাচন নিয়ে মুখ খুললেন সোনু সুদ

Date:

Share post:

করোনা লকডাউন পরিস্থিতিতে নীতীশ সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন পরিযায়ী শ্রমিকরা। শুধু নীতীশ সরকার নয়, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন বহু মানুষ। ভয়াবহ সেই পরিস্থিতিতে সরকার যখন হাত গুটিয়ে ঠিক তখনই পরিযায়ী শ্রমিকদের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে অসহায় মানুষগুলোকে বাড়ি পাঠানোর দায়িত্ব তিনি নিয়েছিলেন নিজের কাঁধে। এহেন সোনু সুদ এবার মুখ খুললেন বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে। বিহারে এনডিএর জয়ের পর তিনি বলেন, মানুষ কখনও কখনও দ্বিতীয়বার সুযোগ দেয়।

করোনা ও লকডাউন পরিস্থিতিতে যেভাবে বিহার সরকার ও কেন্দ্রের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তাতে অনুমান করা হচ্ছিল বিহার নির্বাচনে এর প্রভাব পড়বে। যদিও সব অনুমানকে ব্যর্থ করে দাপটের সঙ্গে বিহারে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। এহেন পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো সোনু সুদ মুখ খুললেন বিহার নির্বাচন নিয়ে। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ হয়তো ভালো কিছু দেখেছেন। ভারতীয়রা আশাবাদী হন। তারা কখনও কখনও দ্বিতীয় ও তৃতীয় বার সুযোগ দেন। মানুষ আশা করে যে তারা আরেকটু ভালোভাবে বাঁচতে পারবেন।’

এর পাশাপাশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘বিহারের প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে আমার। শিক্ষা ও পরিকাঠামো সবদিক থেকেই খুব খারাপ অবস্থায় রয়েছেন তারা। আমি বিশ্বাস করি, কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়। ৫ বছর পরে বিহার যাতে আরও উন্নত হয় সেটা নিশ্চিত হওয়া জরুরী। বিহারের মানুষ তাঁকে নিয়ে যেন গর্ব করতে পারেন যিনি বিহারে সরকারে এসেছেন।’

আরও পড়ুন:উত্তরে শিবাজীর হাত শক্ত করে সুদীপকে চ্যালেঞ্জের মুখে ফেললেন দিলীপ

প্রসঙ্গত, দীর্ঘ লড়াইয়ের পর মহাজোটকে হারিয়ে বিহারে ক্ষমতায় এসেছে জেডিইউ-বিজেপির এনডিএ জোট। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন বিজেপি জিতেছে ৭৪। পাশাপাশি আরও সঙ্গীসহ এনডিএর মোট প্রাপ্ত আসন ১২৫। অন্যদিকে বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তরুণ তেজস্বীর আরজেডি। এহেন পরিস্থিতির মাঝেই বিহার নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন পরিযায়ী শ্রমিকদের মসিহা সোনু সুদ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...