Saturday, January 31, 2026

‘রাহুল গান্ধীর ভাবনাচিন্তা এখনও যেন পরিনত হয়নি’, স্মৃতিচারণায় বারাক ওবামা

Date:

Share post:

‘আ প্রমিসড ল্যান্ড’৷

একটি বইয়ের নাম৷ লেখক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকার সুবাদে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছিল ওবামা’র৷ তাঁদের সঙ্গে কথাবার্তার সেই অভিজ্ঞতা নিয়েই ওবামা লিখে ফেলেছেন এই বই, নাম, ‘আ প্রমিসড ল্যান্ড’৷
এখানেই তিনি স্মৃতিচারণা করেছেন বিশ্বের বহু নেতার৷ সম্প্রতি বই আকারে বাজারে এসেছে এই ‘আ প্রমিসড ল্যান্ড’৷

নিজের স্মৃতিচারণার প্রথমেই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সৎ এবং বিশ্বাসী একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন বারাক ওবামা৷ মার্কিন প্রেসিডেন্ট থাকার সময়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গেও পরিচয় ঘটে ওবামার৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্তরিক দায়বদ্ধতার প্রশংসা উঠে এসেছে ওবামার স্মৃতিচারণায়৷

এই ‘আ প্রমিসড ল্যান্ড’-এ ঠাঁই পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ সবকিছু ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীকে নিয়ে তাঁর অভিজ্ঞতার বর্ণনায়৷ বইয়ে তিনি লিখেছেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলো ৷ ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, “কংগ্রেস নেতা সম্পর্কে ওবামা লিখেছেন, “রাহুল গান্ধী কিছুটা নার্ভাস, তাঁর ভাবনাচিন্তাগুলি এখনও যেন সম্পূর্ণ পরিনত হয়নি৷ দেখে মনে হয় তিনি এমন একজন ছাত্র যে শিক্ষককে খুশি করতে ভালো প্রস্তুতি নিলেও, মূল বিষয়টা সম্পর্কে সেভাবে আগ্রহীই নয়৷” ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে দেখা হয়েছিল বারাক ওবামার ৷ তখন রাহুল কংগ্রেসের সহ সভাপতি ৷

২০১৫ সালে ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা৷ সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘মন কী বাত’-এর একটি পর্বে অংশও নিয়েছিলেন তিনি৷

আরও পড়ুন : দলের বিধায়কদের এক মাস পাটনা থাকতে বললেন তেজস্বী, কিন্তু কেন?

 

spot_img

Related articles

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...

আইএসএলের আগে মাঝমাঠের শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

দুয়ারে আইএসএল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আইএসএল শুরুর আগে দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করল...

সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত CBFC

থালাপতি বিজয়ের (Thalapati Vijay) বিদায়ী সিনেমা ‘জন নয়গন’ (Jana Nayagan) নিয়ে সেন্সর জট যেন কাটছেই না। উল্টে প্রতি...