রাজ্যে ফের তৎপর সিবিআই। বেআইনি কয়লা পাচার চক্র ও গরু পাচার চক্রে তল্লাশি এবং গ্রেফতারির পর এবার রোহিঙ্গা কাণ্ড নিয়ে তৎপরতা।

শুক্রবার সিবিআই রোহিঙ্গা কাণ্ড নিয়ে মামলা দায়ের করেছে। অভিযোগের তীর কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ তাঁরা বেআইনিভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দিয়েছে এবং পরিচয়পত্র, রেশন কার্ড পেতে সাহায্য করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই নতুন করে অভিযানে নামছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগণার এক পরিচিত মুখ নজরে রয়েছে। গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই এই অভিযান।

এই অভিযান নির্দিষ্ট টার্গেট রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে একটি মহল মনে করছে। আগামী দিনে কাদের বিরুদ্ধে অভিযান হয়, সেটাই দেখার।

আরও পড়ুন- সোমেন নেই, আমহার্স্ট স্ট্রিটের পুজোয় শিখা-রোহন