Sunday, August 24, 2025

সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে প্রায় ৩ কোটির সোনা-প্রতারণা, ধৃত এক

Date:

প্রতারণার শিকার হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

পুরনো সোনা দিয়ে হলমার্কযুক্ত সোনা কেনা যাবে, এই প্রস্তাব দিয়েই নাকি সাংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা৷ এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।

আরও পড়ুন : ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে
ধৃতের নাম সুকুমার সামন্ত (৪৯)। পুলিস জানিয়েছে, ধৃত সুকুমার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। আলিপুর আদালতে ধৃতকে তোলা হলে বিচারক তাঁকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শতাব্দী রায়ের বিশ্বাস অর্জন করার জন্য অভিযুক্ত কিছু কাগজপত্র তাঁকে দেখায় এবং দেয়। সেই সব নথিই ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ। এদিকে, উধাও হওয়া সোনার গয়না কোথায় রাখা হয়েছে বা কোন দোকানে দেওয়া হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ সাংসদ শতাব্দী রায় দিনদুয়েক আগে গড়িয়াহাট থানায় প্রতারিত হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে পুলিস ফৌজদারি মামলা রুজু করে। এই অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : আধার কার্ড তৈরির নামে প্রতারণা, হাতেনাতে ধরলেন এসডিও
সরকারি আইনজীবী আদালতে বলেন, পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে আর কে কে জড়িত। এদিকে, ধৃতের হেফাজত থেকে যেসব নথিপত্র পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version