Sunday, November 16, 2025

সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে প্রায় ৩ কোটির সোনা-প্রতারণা, ধৃত এক

Date:

প্রতারণার শিকার হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

পুরনো সোনা দিয়ে হলমার্কযুক্ত সোনা কেনা যাবে, এই প্রস্তাব দিয়েই নাকি সাংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা৷ এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।

আরও পড়ুন : ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে
ধৃতের নাম সুকুমার সামন্ত (৪৯)। পুলিস জানিয়েছে, ধৃত সুকুমার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। আলিপুর আদালতে ধৃতকে তোলা হলে বিচারক তাঁকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শতাব্দী রায়ের বিশ্বাস অর্জন করার জন্য অভিযুক্ত কিছু কাগজপত্র তাঁকে দেখায় এবং দেয়। সেই সব নথিই ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ। এদিকে, উধাও হওয়া সোনার গয়না কোথায় রাখা হয়েছে বা কোন দোকানে দেওয়া হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ সাংসদ শতাব্দী রায় দিনদুয়েক আগে গড়িয়াহাট থানায় প্রতারিত হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে পুলিস ফৌজদারি মামলা রুজু করে। এই অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : আধার কার্ড তৈরির নামে প্রতারণা, হাতেনাতে ধরলেন এসডিও
সরকারি আইনজীবী আদালতে বলেন, পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে আর কে কে জড়িত। এদিকে, ধৃতের হেফাজত থেকে যেসব নথিপত্র পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version