Sunday, May 18, 2025
কুণাল ঘোষ

সৌমিত্র চট্টোপাধ্যায়

তিনি অভিনেতা। শিল্পী।
তিনি বাংলার সংস্কৃতির অন্যতম প্রতীক।
তিনি চলচ্চিত্রে বহু ধরণের চরিত্রের সফল রূপায়ণকারী।
তিনি মঞ্চ ও নাট্যজগতের ধ্রুবতারা।
তিনি আবৃত্তিকার, পদ্য ও গদ্যকার।
তিনি এক রুচিবান প্রবহমান স্রোত।

এবং তিনি চিন্তাবিদ।
তিনি রাজনীতি সচেতন নাগরিক।
আমি বাংলার বামপন্থীদের বিরুদ্ধমঞ্চের হতে পারি, কিন্তু আজ এটা বলতেই হবে, সৌমিত্রবাবু এই বামপন্থার সমর্থক এবং কী আশ্চর্য, ২০১১ সালের পরেও তিনি বদলাননি।
এখানেই মানুষটার প্রতি আমার বাড়তি শ্রদ্ধা এবং প্রণাম।
ঠিক এ সংক্রান্ত বিষয়ে ওই সময়টা তাঁর একটি বক্তব্যকে ঘিরে আমার একটি কড়া লেখা প্রকাশিত হয়। সেই সূত্রে তাঁর ফোন এবং কিছু কথা। কানে বাজছে এখনও। এই মুহূর্তে লেখার মুড নেই। পরে হবে।
কিন্তু, তাঁর অপরিবর্তনশীলতা শ্রদ্ধা করার মত। এই বারের “গণশক্তি” শারদ সংখ্যাতেও তিনি বামপন্থার প্রতি আস্থাশীল।
আমি বামপন্থী নই, কিন্তু এই কারণটির জন্য মানুষটার প্রতি বাড়তি শ্রদ্ধা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা এবং আজ শেষকৃত্যের ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ।

বিভিন্ন চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে সৌমিত্রবাবুকে নিয়ে কভারেজ দেখছি।

হ্যাঁ, তিনি শিল্পী। তিনি নিজেই একটি যুগ।

কিন্তু তাঁর নাগরিকসত্তা, রাজনৈতিক বোধ এবং আজকের যুগেও না পাল্টে যাওয়ার উল্লেখটুকু সকলের স্মৃতিচারণে থাকুক।
না হলে মানুষটাকে শ্রদ্ধা জানানো সম্পূর্ণ হবে না।

সৌমিত্রবাবু, প্রণাম।

আরও পড়ুন- চলচ্চিত্র জগৎ চিরকাল তাঁর ঋণ স্বীকার করবে: বুদ্ধদেব

Related articles

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...
Exit mobile version