Tuesday, November 4, 2025

আদালতে জোর ধাক্কা, অতঃপর ট্রাম্পকে জয়ী ঘোষণার দাবিতে পথে নামল সর্মথকরা

Date:

রাষ্ট্রপতি নির্বাচনে মুখ পুড়লেও হার মানেনি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও লাভ বিশেষ হলো না। শেষ ভরসার জায়গাও ভেঙে গেল ডোনাল্ড ট্রাম্পের। আইনি প্রক্রিয়ায় ধাক্কা খেতে হল রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানের আদালতে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। এরপরই অন্যপথে হোয়াইট হাউসের দখল নিতে তৈরি হলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। সব চেষ্টা ব্যর্থ বুঝে এবার রাস্তায় নামানো হলো হাজার হাজার রিপাবলিকান সমর্থককে।

জানা গেছে, শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মিশিগান সহ আমেরিকার বহু শহরে ট্রাম্পের সমর্থনে হাজার হাজার রিপাবলিকান সমর্থক রাস্তায় নেমে পড়েন। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। কারও মুখে শোনা যায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। হোয়াইট হাউস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয় ট্রাম্পের সমর্থনে। এই মিছিলে আকস্মিক ভাবে যোগ দেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে পাল্টা দিয়ে সন্ধ্যায় রাস্তায় নামতে দেখা যায় বাইডেন সমর্থকদের। মিছিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় বাইডেন ও ট্রাম্প সমর্থকদের মধ্যে অশান্তিও চোখে পড়ে।

আরও পড়ুন:এবার ‘দাদা’র জন্য অনুগামীদের পৃথক নিরাপত্তা দল

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে জো বাইডেন হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি। বিশ্বের প্রায় সমস্ত দেশ হবু রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। যদিও এই তালিকায় এখনো বাদ রয়েছে চিন-রাশিয়ার মত অল্প কিছু দেশ। তবে নিজের হার শুরু থেকেই একবারের জন্যও স্বীকার করেননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ তুলে আইনে রাস্তায় হাঁটেন তিনি। তবে তাঁর সে দাবি খারিজ হয়ে যায় আদালতে। এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের ধারণা সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার সমর্থকদের রাস্তায় নামিয়ে খেলা ঘোরাতে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...
Exit mobile version