সারদা, নারদায় ইডির বৈঠক, কয়লাপাচারে সক্রিয় সিবিআই

সারদা ও নারদাকান্ডে ইডি সক্রিয়। সম্ভবত কাল মঙ্গলবার দিল্লিতে বৈঠক। জরুরি তলবে নথি নিয়ে গিয়েছেন চার ইডি আধিকারিক। অন্যদিকে কয়লা পাচার মামলায় আয়কর বিভাগের কাছ থেকে নথি চেয়ে চিঠি দিয়েছে সিবিআই। ফলে পুজোর মরশুম কাটতে না কাটতেই যে কেন্দ্রীয় এজেন্সিগুলির সক্রিয়তা বেড়েছে, তা স্পষ্ট।

আরও পড়ুন : NIA-র বিশেষ আদালতে সোমবার তোলা হচ্ছে লস্কর জঙ্গি মুন্নাকে