আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিএসএফ-এর কমান্ডিং অফিসার সতীশ কুমারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : আবারও করোনার থাবা কলকাতা পুলিশে, মৃত রিজার্ভ ফোর্সে কর্মরত কনস্টেবল

আরও পড়ুন : ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

গরু পাচার কাণ্ডে এফআইআরে এক নম্বরে নাম রয়েছে বিএসএফের আধিকারিক সতীশ কুমারের। কয়েকদিন আগেই তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, ধৃত এনামুল হকের সঙ্গে গরু পাচার কাণ্ডে জড়িত সতীশ কুমার। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই বিভিন্ন কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছেন সতীশ কুমার। মঙ্গলবারই প্রথম সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি।

