Tuesday, December 2, 2025

মুকুলকে ইডির চিঠি প্রসঙ্গে যা বললেন দিলীপ-লকেট

Date:

Share post:

সম্পত্তির পুরো হিসেব দিন, সস্ত্রীক মুকুল রায়কে ED-র কড়া নোটিস। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং তাঁর স্ত্রী-র স্থাবর, অস্থাবর সম্পত্তি এবং ব্যাঙ্ক লেনদেনের যাবতীয় তথ্য ED চেয়ে পাঠালো৷ পাশাপাশি তাঁকে CBI-এর সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই খবর ঘিরে সাতসকালেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷ ED-র এই পদক্ষেপের পর বঙ্গ-রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠেছে৷ যদিও মুকুলের বক্তব্য, “আমি সংবাদমাধ্যম থেকেই শুনেছি। আমার কাছে এমন কোনও নোটিশ আসেনি।”

আরও পড়ুন : ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

এ প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় জানান, “ইডি বা সিবিআই বিজেপি দ্বারা পরিচালিত হয় না বা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রভাবিত নয়। যে দলেরই নেতা হোন, দুর্নীতির অভিযোগ উঠল সেই তদন্ত করতে পারে কেন্দ্রীয় সংস্থা। এটা পুরোপুরি কেন্দ্রীয় সংস্থার একটি ব্যাপার। তারা যদি মনে করেন, মুকুল রায়কে কোনও তদন্তে জিজ্ঞাসাবাদ করা উচিত সেটা তারা করবেন। এ বিষয়ে আমাদের দলগতভাবে কিছু বলার নেই। কেউ যদি অন্যায় করে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে সে শাস্তি পাবে।”

আরও পড়ুন : বঙ্গ বিজেপির ভোটের দায়িত্ব দিল্লি-নাগপুরের অবাঙালি নেতাদের হাতে

একই প্রশ্ন করা হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। তিনিও বলেন, “ইডি তাদের কাজ করছে। মনে করলে কাউকে ডাকতেই পারে। সেটা তাদের তদন্তের বিষয়। মুকুল রায় এর আগেও সহযোগিতা করেছেন, পরেও করবেন।”

আরও পড়ুন : গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ সতীশ কুমারকে

২০১৭ সালে মুকুল রায় বিজেপি-তে যোগ দেওয়ার পর জল্পনা তৈরি হয়, সারদা-নারদ মামলা থেকে বাঁচতেই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন৷ নানা অভিযোগ থাকা সত্ত্বেও মুকুলবাবুকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে সম্প্রতি। রাজনৈতিক শিবিরের একটি অংশ মনে করছে, রাজ্যে আসন্ন ভোটে তাঁকে কাজে লাগাতে চাইছে বিজেপি৷ ফলে বিজেপি-র সঙ্গে থাকার সুবাদে মুকুলবাবু এই সব অভিযোগ থেকে ছাড় পেয়ে যেতে পারেন। তবে অন্য অংশের ধারনা, এটা বিজেপির বৃহত্তর এক কৌশলের অংশ৷ ভোটের আগে এ ধরনের ফতোয়া পাঠিয়ে বিজেপি নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়৷ মুকুলবাবু যদি গ্রেফতারও হন, তা হলেও লাভ বিজেপিরই। বিজেপি প্রচার করবে, দুর্নীতির ক্ষেত্রে বিজেপি সমঝোতা করে না৷ এই ছকেই ED-র এই নোটিশ জারি হতে পারে বলে এই অংশের ধারনা৷

spot_img

Related articles

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...