Wednesday, August 27, 2025

আমূল থেকে ক্যাডবেরি- বিজ্ঞাপনী পোস্টারে শ্রদ্ধা কিংবদন্তিকে

Date:

সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন করে আমূল। সে কোনো ঘটনাই হোক বা দেশের কোনো কৃতিত্ব- সবকিছুই থাকে তাদের মাখনের বিজ্ঞাপনে। আর তা নিয়ে চর্চাও কম হয় না। কারণ অত্যন্ত মুনশিয়ানা থাকে বিজ্ঞাপনের ভাষা এবং তাঁর পরিবেশনে। এবার একজন বাঙালিকে নিয়ে বিজ্ঞাপন করল তারা। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আমূল লিখেছে, বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। বাঙালি তিনি প্রথম না হলেও, প্রথমবার কোনও শিল্পীর উদ্দেশে বাংলায় বিজ্ঞাপনী পোস্টার তৈরি করল তারা।

দীর্ঘ ৪০ দিনের সব লড়াই, প্রার্থনা শেষ করে চলে গেলেন ফেলুদা। দীপাবলির রেশমিটুকু নিয়ে নেই মিলিয়ে গেলেন অনন্তে। ৩০০টিরও বেশি ছবি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু বাংলা সিনেজগতই নয়, রঙ্গমঞ্চ ও সাহিত্য সবদিকেই তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে। সেই মহান অভিনেতার প্রয়াণে অভিনব শ্রদ্ধা জ্ঞাপন করল আমূল।

সাদা-কালো পোস্টারে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবয়ব। আমূল গার্লের হাতে মোমবাতি। গোটা বাংলা অক্ষরে লেখা, “বাংলা মিত্রহীন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০)।” পোস্টারে লেখা “বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ!”

তবে আরও একটা ইংরেজি পোস্টার করেছে আমূল। তাতে লেখা হয়েছে ‘অপার সংসার’। অনেকের মতে, অপুর সংসারটা ‘অপার সংসার’ লেখা হয়েছে।অবশ্য সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবির চরিত্রের ইলাসট্রেশন রয়েছে।সম্ভবত, অপার অর্থে অভিনেতার ব্যাপ্তি বোঝানোর চেষ্টা করেছে আমূল।

তবে, শুধু আমূল একা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে আর একটি বহুজাতিক সংস্থা ক্যাডবেরিও। তাঁদের বেগুনির উপর দিয়ে লেখা ‘তোমারে সেলাম’। সঙ্গে সৌমিত্রর অবয়ব। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক বিজ্ঞাপনী ছবি বলে দেয় জনপ্রিয়তার কোন শিখর ছুঁয়ে ছিলেন ক্ষিতদা।

আরও পড়ুন:সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন, স্মৃতিচারণে ‘অশনি সংকেত’ এর নায়িকা ববিতা

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version