Friday, November 28, 2025

কোনও সুরক্ষা বলয় ছাড়াই জৌলুসহীন আইএফএ শিল্ড! হেলদোল নেই কর্তাদের

Date:

Share post:

মহামারির আবহেও এবারের আইএফএ শিল্ডে থাকছে না কোনও জৈব সুরক্ষা বলয়। কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই মাঠে নামতে হবে অংশগ্রহণকারী দলগুলিকে। এটিকে- মোহনবাগান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আইএফএ শিল্ডে তারা অংশ নিচ্ছে না। কারণ হিসেবে আইএসএল খেলার কথা উল্লেখ করেছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গলের আইএফএ শিল্ডে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে আদৌ লাল হলুদ শিবির আইএফএ শিল্ড খেলবে কিনা। যদি না খেলে সে ক্ষেত্রে কালীঘাট আইএফএ শিল্ডে অংশ নেবে বলে জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
এই পরিস্থিতিতেই
আইএফএ শিল্ডের গ্রুপ বিন্যাস এবং ক্রীড়াসূচি বুধবার প্রকাশ করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।
কিন্তু প্রশ্ন উঠেছে কেন আইএফএ শিল্ডের মতো একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এই পরিস্থিতিতেও কোনও সুরক্ষা বলয় থাকছে না কেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আইএফএ কর্তারা । বরং তাদের পাল্টা যুক্তি, ‘‍‘আই লিগের চারটি দল হোটেলেই থাকছে। স্থানীয় দলগুলোর ফুটবলারেরা আসবে বাড়ি থেকে। শিল্ড শুরুর আগে সকলের করোনা-পরীক্ষা হবে। খেলা চলাকালীনও পাঁচ দিন অন্তর পরীক্ষা হবে। তা হলে সুরক্ষা বলয় নেই কী ভাবে?’’
এমনকি গাড়িও জীবাণুমুক্ত রাখা হবে বলে তাঁরা জানিয়েছেন। বল বয়দের মাঠে ছয় ফুট দূরত্বে বসতে দেওয়া হবে। আসলে আইএফএ শিল্ডে অংশ নেওয়া নিয়ে কলকাতার দুই প্রধানের কোনও যুক্তি মানতে নারাজ আইএফএ কর্তারা। যার ফলে এবারের আইএফএ শিল্ড রীতিমতো জৌলুসহীন হতে চলেছে। আসলে আইএফএ রয়েছে আইএফএ-তেই।

 

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...